ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করতে রুল

প্রকাশিত: ০৭:৪৮, ২ নভেম্বর ২০১৬

নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করতে রুল

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পিএসসির মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমমর্যাদায় অন্তর্ভুক্ত কেন করা হবে না মর্মেও রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন উপ-বিভাগের অতিরিক্ত সচিব এবং পিএসসির সচিবসহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে শুনানিতে নন-ক্যাডার কর্মকর্তাদের পক্ষে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শাকির খোন্দকার এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
×