ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাণিতিক যুক্তি

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২১, ২ নভেম্বর ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ক) ৫০% খ) ৩৩% গ) ৪০% ঘ) ২৫% ২। একটি বাঁশের অংশ লাল অংশ কালো ও অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশটির মোট দৈর্ঘ্য- ক) ৬০ মিটার খ) ১২০ মিটার গ) ১৮০ মিটার ঘ) ৩৬০ মিটার ৩। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ ঘণ্টায় পূর্ণ হয়। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে ১৫ ঘণ্টা লাগে। ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? ক) ২০ ঘন্টা খ) ২৫ ঘন্টা গ) ৩০ ঘন্টা ঘ) ৩৫ ঘন্টা ৪। কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? ক) ৩৭৫ জন খ) ৫০০ জন গ) ৬৫০ জন ঘ) ৭৭৫ জন ৫। =০ হলে ী এর মান কত? ক) খ) গ) ঘ) ৬। একটি ঘরের দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ১২ ফুট। ৪ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রস্থবিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কয়টি কার্পেট লাগবে? ক) ১০টি খ) ১২টি গ) ১৪টি ঘ) ১৬টি ৭। ৫: ১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত? ক) ৭২: ১০৫ খ) ৭২:৩৫ গ) ৩৫ :৭২ ঘ) ১০৫:৭২ ৮।  অ ও  ই পরস্প সম্পূরক কোণ।  অ = ১১৫০ হলে  ই = কত? ক) ৬৫০ খ) ৭৫০ গ) ৮৫০ ঘ) ৯০০ ৯. অইঈ এ অউ,  অএর সমদ্বিখন্ডক এবং অউই সূক্ষ হলে ক) অউঅঈ খ) অইঅঈ গ) অইঅঈ ঘ) ইউঈউ ১০। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলেÑ ক) সামন্তরিক খ) রম্বস গ) ট্রাপিজিয়াম ঘ) আয়ত চতুভুর্জ ১১। একটি গহনার ওজন ৩২ গ্রাম। এর সোনার পরিমাণ: তামার পরিমাণ =৩:১ এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হকে? ক) ২ গ্রাম খ) ৮ গ্রাম গ) ৪ গ্রাম ঘ) ৬ গ্রাম ১২। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যত্রাক্রমে ৩ ও ৪ সে. মি. তহলে তার অতিভুজের মান কত? ক) ৭ সে.মি. খ) ৫ সে.মি. গ) ৮ সে.মি. ঘ) ৬ সে.মি ১৩। কোন আসল ৩ বছর সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার হবেÑ ক) ১০ টাকা খ) ২০ টাকা গ) ১৫ টাকা ঘ) ৫ টাকা ১৪। কোন ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডক গুলোর ছেদবিন্দুর নাম কি? ক) বহিঃ কেন্দ্র খ) অন্তঃ কেন্দ্র গ) পরিকেন্দ্র ঘ) ভরকেন্দ্র ১৫। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি ক) সমবাহু খ) সমদ্বিবাহু গ) সমকোণী ঘ) কোনটিই নয় ১৬। ঢ২-২ীু হতে কত বিয়োগ করলে সেটি একটি পূর্ণবর্গ কবে? ক) ণ খ) ণ২ গ) -ণ২ ঘ) ঢ ১৭।বহিঃস্থ বিন্দু ঙ হতে অঙ্কিত, অইঈ বৃত্তে ঙঅ ঙই দু’টি স্পর্শক। অতএব- ক) ঙঅ ঙই খ) ঙঅ  ঙই গ) ঙঅ= ঙই ঘ) ঙঅ  ঙই ১৮। ২০ বর্গমিটার ২ একরের কত অংশ? ক) খ) গ) ঘ) ১৯। একটি চাকার পরিধি ৮ ফুট। ১ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? ক) ৫০০ খ) ৪২০ গ) ৪১০ ঘ) ৪৬০ ২০. ২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কাঁটা হল যেন এক অংশ অন্য অংশর হয়। ছোট অংশটির দৈর্ঘ্য হবে ক) ৬ ফুট খ) ৫ ফুট গ) ৪ ফুট ঘ) ৭ ফুট ২১। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলেরÑ ক) দ্বিগুণ হবে খ) চারগুণ হবে গ) ছয়গুণ হবে ঘ) আটগুণ হবে
×