ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কৃষি কাজে উদ্বুদ্ধ করতে...

প্রকাশিত: ০৬:০১, ২ নভেম্বর ২০১৬

কৃষি কাজে উদ্বুদ্ধ করতে...

বিন্দু বিন্দু পানি দিয়ে সেচের ব্যবস্থা করেছে রাজস্থান। এতে মরুরাজ্য নামে পরিচিত রাজস্থানে যে শুধু ফসল ফলছে তাই নয়, বরং নতুন প্রজন্মকেও কৃষিকাজের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব হয়েছে। বিদেশ থেকে শিখে আসা আধুনিক প্রযুক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার। রোজগারের জায়গা হিসেবে কৃষিকে আকর্ষণীয় করে তুলতে জোর দেয়া হচ্ছে ফল, সবজি ও অর্থকরী ফসল উৎপাদনে। রাজস্থানের কৃষি দফতরের সচিব নীলকমল দরবারি বলেছেন, ঠিকমতো কৃষিনীতি তৈরি করা গেলে তরুণ প্রজন্মকে জমিমুখী করা অসম্ভব নয়। এ রাজ্যে পানির পরিমাণ মোট ভূমির মাত্র ১ দশমিক ১৬ শতাংশ। ভূগর্ভস্থ পানির পরিমাণ ১ দশমিক ১ শতাংশ। জমিও অনুর্বর। তা সত্ত্বেও রাজ্যের ৭০ শতাংশ মানুষ এখনও কৃষির ওপর নির্ভরশীল। কারণ এখানে তেমন শিল্প-কারখানা নেই। এজন্য অস্ট্রেলিয়া ও ইসরাইলের অনুকরণে এখন সেখানে চালু হয়েছে ড্রিপ-ইরিগেশন বা বিন্দু- সেচ পদ্ধতি। যেখানে পাশে পেতে রাখা পাইপ বেয়ে পানি গাছের গোড়ায় বিন্দু বিন্দু করে ঝরে পড়ে। এতে এক ফোঁটা পানিও নষ্ট হয় না। চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত গ্লোবাল রাজস্থান এগ্রিটেক মিট আয়োজন করছে রাজ্য সরকার। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি আসবে সাধারণ চাষীরাও। লক্ষ্য প্রযুক্তি ও দক্ষতা বিনিময়। -আনন্দবাজার পত্রিকা
×