ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন গ্রেফতার

প্রকাশিত: ০৬:০১, ২ নভেম্বর ২০১৬

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন গ্রেফতার

কোর্ট রিপোর্টার ॥ বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারি মামলায় আদালত এলাকা থেকে গ্রেফতার হয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলাম। তিনি ১১ মামলায় জামিনে ছিলেন। দুদক সূত্র জানায়, জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে মতিঝিল থানায় জেসমিনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। জেসমিন মঙ্গলবার ২ মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে হাজিরা দিতে আসেন। মামলার কার্যক্রম শেষে বেলা আড়াইটার দিকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে মঙ্গলবার হাজিরা দেয়া ২টি মামলার মধ্যে ১টি মামলায় বাদীর আংশিক জেরা হয়েছে। ১০ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের এই মামলায় দুদকের সহকারী পরিচালক নাজমুস ছাদাত এই সাক্ষ্য দেন। মামলাটিতে আগামী ১৩ নবেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ঢাকার ১ নম্বর বিশেষ জজ মোঃ আতাউর রহমান।
×