ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ঢাকায় জামিন নিতে এসে নিখোঁজ

প্রকাশিত: ০৬:০০, ২ নভেম্বর ২০১৬

যশোরের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ঢাকায় জামিন নিতে এসে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার ঢাকার গুলিস্তান থেকে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ নেতা হাসান সর্দার হত্যা মামলায় জামিন নিতে তিনি ঢাকায় যান। ২৫ অক্টোবর সাদা পোশাকে পুলিশ তাকে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে টিপু সুলতান। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন টিপু সুলতান। এ সময় তার মা লিলি খাতুন এবং ছোট ভাই মাসুদ রায়হান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে টিপু সুলতান বলেন, ‘গত ২৫ অক্টোবর সকাল পৌনে আটটার দিকে ঢাকার গুলিস্তানে বাবার সঙ্গে আমি ও এক আত্মীয় দেখা করতে যাই। হঠাৎ পেছন থেকে একটি মাইক্রোবাসে ৪-৫ জন আমাদের সামনে আসে এবং বাবার নাম ধরে ডাক দেয়। এদের মধ্যে একজনের হাতে ওয়্যারলেস সেট ছিল।’ তিনি জানান, সাদা পোশাকধারীরা তাদের হাত থেকে মোবাইল ফোন সেটগুলো নিয়ে নেয়। এরপর তার বাবা ও ওই আত্মীয়কে গাড়িতে উঠিয়ে তাকে চলে যেতে বলে। তারা দু‘জনকে মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তিনি বলেন, ওই দিনই তিনি পল্টন থানায় অভিযোগ করতে যান। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশের বিভিন্ন দফতরে খোঁজ নিয়েও তাদের অবস্থান জানা যায়নি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যেদিন গদখালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার রাহাতজান খুন হন, সেদিন জব্বার ও তার দুই ভাই মহিউদ্দিন ও শফি ঢাকায় ছিলেন। অথচ রাহাতজান হত্যা মামলায় তাদেরও আসামি করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। টিপু সুলতান প্রশাসনের কাছে তার বাবার সন্ধান দাবি করেছেন।
×