ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন নেতার ঔদ্ধত্য

প্রকাশিত: ০৬:০০, ২ নভেম্বর ২০১৬

সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন নেতার ঔদ্ধত্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচন ইস্যুতে সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) প্রধান কার্যালয়ে হট্টগোলের একপর্যায়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেছেন সংগঠনটির এক নেতা। গত ২৬ অক্টোবর ঘটনাটি ঘটলেও বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ইউনিয়নের নেতারা। ঘটনার ৫ দিন পর একটি ভিডিও এসেছে জনকণ্ঠের কাছে। এতে দেখা যায়, হট্টগোলের এক পর্যায়ে দেয়ালে টানানো প্রধানমন্ত্রীর একটি ছবি ফেলে দেন কর্মচারী ইউনিয়নের নেতা শাহজাদুল হক শাহিন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে সাধারণ বীমা কর্পোরেশন। জানা গেছে, সাধারণ বীমা কর্পোরেশনের আওতাধীন একটি শ্রমিক সংগঠন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। সংগঠনটির কার্যকরী পরিষদের মেয়াদ গত ১০ জুলাই শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই কার্যকরী কমিটির সভা আহ্বান করে নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও ৫ মাস যাবত টালবাহানা শুরু করেন নেতারা। এ অবস্থায় গত ২৬ অক্টোবর সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যালয়ে গিয়ে সাধারণ কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করলে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় দেয়ালে টানানো প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে দেন ইউনিয়নের নেতা শাহজাদুল হক শাহিন। তিনি ওই কমিটির কোষাধ্যক্ষ। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ইউনিয়নের নেতারা। এ ঘটনার একটি ভিডিও গত সোমবার জনকণ্ঠের কাছে আসে। এতে দেখা যায়, শ্রমিক-কর্মচারীদের হট্টগোলের এক পর্যায়ে দেয়ালে টানানো প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে দেন শাহজাদুল হক শাহিন। এ বিষয়ে জানতে চাইলে সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি জনকণ্ঠকে জানান, এ বিষয়ে তদন্ত করছে কর্পোরেশন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের এক নেতা জানান, ইউনিয়নের রেজিস্ট্রার্ড গঠনতন্ত্রের ২৪ ধারা অনুযায়ী কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই কার্যকরী কমিটির সভা আহ্বান করে নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও ৫ মাস যাবত টালবাহানা শুরু করে কমিটি। মূলত মেয়াদের কার্যকরী পরিষদ অসৎ উদ্দেশ্যে পরিষদ পরিচালনা করছে বলে অভিযোগ করা হয়েছে। যোগাযোগ করা হলে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শামিম আক্তারের মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
×