ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জিততে হলে দলকে শক্তিশালী করতে হবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫৯, ২ নভেম্বর ২০১৬

নির্বাচনে জিততে হলে দলকে শক্তিশালী করতে হবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার কর্মী-সমর্থকদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সাফল্য পেতে হলে দলকে শক্তিশালী করে গড়ে তোলার বিকল্প নেই। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, মনে রেখ, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। নির্বাচনে জিততে হলে দলকে শক্তিশালী করতে হবে। আর এই লক্ষ্য নিয়ে ইতোমধ্যে বিভাগীয় সফর শুরুর কথা জানিয়ে এরশাদ বলেন, আগামী এক বছরের মধ্যে সারাদেশে তৃণমূল পর্যায়ে দলকে জাগিয়ে তুলব। জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। একইসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতেরও দায়িত্বে আছেন। নিজের দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টায় বক্তৃতা দিতে গিয়ে সরকারেরও সমালোচনা করেন তিনি। এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। জানমালের নিরাপত্তা নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। একটি কনস্টেবলের চাকরিতেও আজকাল ৮-৯ লাখ টাকা লাগে। বেকারত্ব, হতাশায় আজ যুব সমাজ বিপথগামী হচ্ছে। খোদ রাজধানীতে কোথায় মাদক বিক্রি হয় প্রশাসন তা জেনেও কোন ভূমিকা নিচ্ছে না। নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ১৯৯০ সালের শেষ দিকে প্রবল গণঅভ্যুত্থানে তখনকার জাতীয় পার্টি সরকারের পতন ঘটার পর দুর্নীতির অভিযোগে কয়েক বছর জেলে থাকতে হয় সাবেক সামরিক শাসক এরশাদকে। কিন্তু তার দাবি, এখন দেশের মানুষ তার দলকেই আবার ক্ষমতায় দেখতে চায়। নেতাকর্মীদের প্রতি এরশাদ বলেন, মানুষের কাছে যাও। জাতীয় পার্টির ভাল খবরগুলো প্রচার কর। মানুষের কাছে আমাদের সফলতার কথা বল। জনমত গঠন কর। দেখবে ভাল ফল আসবে। কারণ আমরা ক্ষমতায় যেতে চাই। তাই এখন থেকেই আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি আগাম নির্বাচন হয় সেজন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন দলের চেয়ারম্যান। অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সাহিদুর রহমান টেপা, পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এবং যুব সংহতির নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
×