ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বারিধারায় কুপোকাত শেখ রাসেল

প্রকাশিত: ০৫:৪২, ২ নভেম্বর ২০১৬

বারিধারায় কুপোকাত শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের তলানির দুটি দল (দ্বাদশ ও একাদশ)। রেলিগেশন এড়াতে দুইদলের কাছেই এই দ্বৈরথ ছিল গুরুত্বপূর্ণ। যাতে জয়ী হয় তলানির সবশেষ দলটিই। আগের ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাবকে হারিয়ে কিছুটা হলেও ছন্দে ফিরেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু মঙ্গলবার উত্তর বারিধারা ক্লাবের কাছে ১-০ গোলে আবারও কুপোকাত হলো ২০১২-১৩ মৌসুমের লীগ শিরোপাধারী। ফিরে গেল আবারও সেই পুরনো হারের বৃত্তে। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে মঙ্গলবার দ্বিতীয় খেলায় (রাতে অনুষ্ঠিত) ছন্নছাড়া ফুটবল খেলেছে রাসেল। মধ্যবর্তী দলবদলে পাঁচ বিদেশী ফুটবলারকে বাদ দিয়ে (লিওনেল প্রিউক্স, তারিক আল জানাবি, এলিসন, ফিকরু তেফেরা, পল এমিল) নতুন বিদেশী হিসেবে ক্লাবটি নিয়েছে হাইতিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার সেবাস্তিয়ান থুরিয়ে, মিশরের ডিফেন্ডার আহমেদ সাইদ হাসান ও জাম্বিয়ান ফরোয়ার্ড মুসাকুমা চিপুনিউকে। হয়তো নতুন বলেই এরা কেউই প্রথম ম্যাচে ভাল খেলতে পারেননি। রেলিগেশন এড়াতে বারিধারা নিয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমা, সেনেগাল ফরোয়ার্ড সাররা কামারা, নাইজিরিয়ান ডিফেন্ডার উবন হেনরি ফেলিক্স এবং গিনি ডিফেন্ডার সিল্লা মানসাকে। ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে যায় বারিধারা। কর্নার করেন বারিধারা ডিফেন্ডার খালেকজ্জামান সবুজ। সেই বল জটলা থেকে ঘুরে আবার সবুজের কাছেই ফিরে এলে উড়ন্ত ক্রস করেন সবুজ। জটলা থেকে বল পেয়ে মিডফিল্ডার সুজন বিশ^াস জালে জড়িয়ে দেন (১-০)। ৬১ মিনিটে রাসেলের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন বারিধারার ব্রাজিলিয়ান লিমা। বল নিয়ে একক প্রচেষ্টায় তিনি ঢুকে পড়েন রাসেলের বক্সে। রাসেলের গোলরক্ষক জিয়াউর রহমানকে কাটিয়ে বল পাঠান জালে (২-০)। ৮৪ মিনিটে রাসেলের বক্সে বল নিয়ে ঢুকে পড়েন বারিধারার লিমা। তাকে ফাউল করেন রাসেলের গোলরক্ষক জিয়াউর। রেফারি জালালউদ্দিন পেনাল্টির বাঁশি বাজান এবং হলুদ কার্ড দেখান জিয়াউরকে। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লিমা (৩-০)। নিজেদের দ্বাদশ ম্যাচে এটা অষ্টম হার। ৮ পয়েন্ট নিয়ে একধাপ নিচে নেমে তাদের অবস্থান এখন ১১ থেকে ১২ নম্বরে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা বারিধারার তৃতীয় জয়। ৯ পয়েন্ট নিয়ে তারা উঠে এল এক ধাপ ওপরে। অবস্থান একাদশ। পেছনে ফেললো রাসেলকে। বারিধারার সমান পয়েন্ট রেলিগেশনের আশঙ্কায় ধুঁকতে থাকা আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানেরও। তবে গোল তফাতে এগিয়ে থাকায় মোহামেডান (-৬, বারিধারা -১৩) আছে দশম অবস্থানে। প্রথম লেগে দুটি বড় দল শেখ রাসেল (১-০) এবং মোহামেডানকে (১-০) হারিয়েছিল চমক সৃষ্টিকারী দল বারিধারা। হকি লীগে পুলিশের কষ্টার্জিত, মুক্ত বিহঙ্গের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগে’ কষ্টার্জিত জয় কুড়িয়ে নিয়েছে পুলিশ স্পোর্টিং ক্লাব। ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের খেলায় তারা ৩-২ গোলে হারায় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে (পিডব্লিউডি)। পুলিশের পক্ষে জোড়া গোল করেন মাহফুজুর। অপর গোলটি করেন আর্মস্ট্রং রানা দাস। বিজিত দলের আনাস ও আকাশ ১টি করে গোল করেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় মুক্ত বিহঙ্গ তরুণ সহজ জয় কুড়িয়ে নেয়। তারা ৫-০ গোলে হারায় শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের মোঃ সিহাব, কায়েস মাহমুদ আপন, মোঃ সোহেল, মোঃ বাচ্চু গাজী এবং মোস্তাফিজুর রহমান ১টি করে গোল করেন। এই লীগের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল পাবে যথাক্রমে ৫০ ও ২৫ হাজার টাকা করে। এছাড়া অংশ নেয়া ১১ ক্লাবই পাবে ২৫ হাজার টাকা করে অংশগ্রহণ বাবদ নগদ অর্থ। আগামী ২৯ নবেম্বর এই লীগ শেষ হবে। এই লীগ আয়োজনে মোট খরচ হচ্ছে ১১ লাখ টাকা। এর মধ্যে গ্রিন ডেল্টা দেবে ৯ লাখ ৪৬ হাজার টাকা। বাকি টাকা দেবে বাহফে।
×