ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার বললেন সি আর সেভেনের সাবেক বস এ্যালেক্স ফার্গুসন

‘রোনাল্ডোই পাবেন ব্যালন ডি’অর’

প্রকাশিত: ০৫:৪০, ২ নভেম্বর ২০১৬

‘রোনাল্ডোই পাবেন ব্যালন ডি’অর’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন ডি’অর জিতবেন। এমন ভবিষ্যদ্বাণী এবার শত্রু-মিত্র সবাই করছেন। এ বছর দুর্দান্ত সাফল্যের কারণেই রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারের ভাগ্যে এ্যাওয়ার্ডটি যাবে বলে মনে করছেন অনেকে। এবার এই দলে যোগ দিয়েছেন সি আর সেভেনের সাবেক বস কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন। এক সাক্ষাতকারে ফার্গুসন বলেন, রোনাল্ডোর অর্জনগুলো অতুলনীয়। অসাধারণ একটি বছর কেটেছে তার। ব্যালন ডি’অর উঁচিয়ে ধরতে তারচেয়ে ভাল কারোর কথা আমি ভাবতে পারছি না। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বলেন, সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে ও পর্তুগালকে ২০১৬ ইউরো জয়ে নেতৃত্ব দিয়েছে। চোটের কারণে (ইউরোর) ফাইনালের শেষাংশ খেলতে না পারলেও সাইডলাইনে থেকে সতীর্থদের উৎসাহ দিয়ে গেছে। সেখানে তার ট্রফি জয়ের আকাক্সক্ষা ফুটে ওঠে। এটা অসাধারণ ছিল। স্যার ফার্গি বলেন, গর্ব করার মুহূর্তগুলোর মধ্যে আমি সবচেয়ে বেশি গর্বিত হই এই কথা ভেবে যে, রোনাল্ডোর ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড একটা ভূমিকা রেখেছে এবং আমরা তাকে শুভকামনা জানাই। এর আগে তিনবার বর্ষসেরা ফুটবলার হওয়া রোনাল্ডো ২০০৮ সালে ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় প্রথম পুরস্কারটি জিতেছিলেন। এবার তিনি চতুর্থবারের মতো সেরার পুরস্কারটি জিতবেন বলেই মনে করেন ফার্গি। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেড ডেভিলসদের হয়ে খেলা রোনাল্ডো দলটির হয়ে তিনটি ইপিএল ও একটি চ্যাম্পিয়ন্স লীগসহ মোট ৯টি শিরোপা জিতেছিলেন। গত সেপ্টেম্বরে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা এ্যাওয়ার্ড আলাদা হয়ে গেছে। এরপর ব্যালন ডি’অর নির্বাচনের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল। অনুমিতভাবেই তালিকায় আছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একই ক্লাবের গ্যারেথ বেল, এ্যাটলেটিকো মাদিদের এ্যান্টোনিও গ্রিজম্যানসহ আরও অনেকে। প্রথম দফায় নাম ছিল না বার্সিলোনা ও আর্জেন্টিনার পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসির। তবে ফুটবলের ক্ষুদে জাদুকরের ভক্তদের হতাশ হতে হয়নি। পরবর্তীতে ঠিকই তালিকায় নাম এসেছে বার্সা তারকার। তবে এবার মেসিকে পেছনে ফেলে রোনাল্ডোই বাজিমাত করবেন বলে ধারণা করা হচ্ছে। ব্যালন ডি’অর আলাদা হওয়ার পাশাপাশি নিয়ম-কানুনেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদার পুরস্কার দেয়া ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল জানিয়েছে, সংক্ষিপ্ত তিনজনের তালিকা আর ঘোষণা করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০ জন খেলোয়াড়ের মধ্যে থেকেই বর্ষসেরা ফুটবলার বেছে নেয়া হবে। স্পেশাল অলিম্পিকস ইউনিফাইড ক্রিকেট স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২-৬ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘স্পেশাল অলিম্পিকস সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট টুর্নামেন্টে’র দ্বিতীয় আসর। এতে অংশ নেবে চারদেশের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রিকেটাররা। প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের ২টি (বাংলাদেশ ‘এ’ ও ‘বি’ দল), ভারতের ২টি, পাকিস্তান ও শ্রীলঙ্কার ১টি করে দল। আজ নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ৩ নবেম্বর থেকে বিকেএসপিতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল (২০১৪)। টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন মিলনায়তনে। এতে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম প্রমুখ। মার্সেল ফুটবল ফকিরেরপুলের কষ্টার্জিত জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবলে মঙ্গলবার বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় ফকিরেরপুল ইয়ংমেন্স ১-০ গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। খেলার ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন জয়ী দলের ডালিম।
×