ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশটি আগ্নেয়াস্ত্র ও ৩৫ তাজা বুলেট উদ্ধার

ভারতীয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী খায়রুল গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৫, ২ নভেম্বর ২০১৬

ভারতীয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী খায়রুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক অভিযানে অস্ত্র গোলাবারুদসহ এক ভারতীয় ও এক বাংলাদেশী অস্ত্র ব্যবসায়ী, পাজেরো জীপে করে ফেনসিডিল স্থানান্তরের সময় দু’জন, অজ্ঞানপার্টির তিন সদস্য, নয়টি চোরাই গাড়িসহ ২৬ মামলার পলাতক আসামি, যমুনা ফিউচার পার্কে ইস্টার্ন জুয়েলার্সে চুরির ঘটনায় স্বর্ণালঙ্কারসহ তিন চোর ও ৪৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার রাতে রাজধানীর গাবতলী থেকে অবৈধ অস্ত্র ব্যবসার দায়ে খায়রুল (৪০) নামে এক ভারতীয়কে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যার মধ্যে ৬টি বিদেশী পিস্তল ও ৪টি বিদেশী ওয়ান শূটারগান রয়েছে। তার কাছ থেকে ৩৫টি তাজা বুলেট ও ১২টি ম্যাগাজিন উদ্ধার হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। সে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায়। খায়রুল মূলত দুই দেশের অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করত। বাংলাদেশ ও ভারতের সন্ত্রাসী গ্রুপের যোগসাজশে অস্ত্র নিয়ে আসত। পরে সেগুলো ঢাকাসহ বিভিন্ন জায়গার সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করে দিত। এই পুলিশ কর্মকর্তা খায়রুলের বরাত দিয়ে আরও জানান, ভারতের অস্ত্র ব্যবসায়ীরা বিহার থেকে বালুর ট্রাকে করে অস্ত্রগুলো পশ্চিমবঙ্গের আস্তানায় নিয়ে আসে। সেখান থেকে সুযোগ বুঝে অস্ত্রগুলো সীমান্তপথে বাংলাদেশে পাচার করে। খায়রুলের বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়। তার কাছ থেকে কুড়িগ্রাম জেলার পাটগ্রাম থেকে নেয়া একটি জন্ম সনদপত্র উদ্ধার হয়েছে। খায়রুলের তথ্যমতে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ভারতীয় ও বাংলাদেশীদের শনাক্ত করার কাজ চলছে। সেইসঙ্গে চলছে তাদের গ্রেফতারে অভিযান। অস্ত্রগুলো যাদের কাছে বিক্রির কথা ছিল, তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ মোঃ জুয়েল ওরফে ফুটবল জুয়েল (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অস্ত্র গোলাবারুদগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে হাজির হয়েছিল বলে ডিবি পুলিশ জানায়। জুয়েল শ্যামপুর থানাধীন মীরহাজারীবাগ এলাকায় বসবাস করত। পাজেরোয় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার ॥ গত ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানম-ি মডেল থানা এলাকায় একটি বিলাসবহুল পাজারো জীপে করে ফেনসিডিল স্থানান্তরের সময় মোঃ মিজান (৩৮) ও মোঃ মোস্তফা (৪৮) নামে দুইজন গ্রেফতার হয়। ডিবি জানায়, গাড়ি থেকে ১৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। মাদকের সঙ্গে ঢাকা মেট্রো-ঘ-০২-১৭৪৪ নম্বরের পাজেরো জীপটি জব্দ করা হয়েছে। রাস্তায় যাতে বিলাসবহুল গাড়ি দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি না করে এজন্য পাজেরো গাড়ি দিয়ে তারা ফেনসিডিল আনত। দীর্ঘ দিন ধরেই তারা এ কাজ করছিল। ওইদিনও গাড়িটি দিয়ে যশোর থেকে গাবতলী হয়ে ধানম-িতে ফেনসিডিলগুলো আনা হয়। ধানম-ি ১১/এ রোডে তাদের গাড়িতে তল্লাশি চালানোর সময় বিষয়টি ধরা পড়ে। গাড়ির ভেতরে সাদা প্লাস্টিকের বস্তায় মাদকগুলো ছিল। গাড়িটির প্রকৃত মালিক কে তা জানার জন্য বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি)-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ॥ গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে মোঃ রহিজুল (২৬), মোঃ আব্দুল গফফার (২৭) ও মোঃ সুমন (২৪) নামে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অজ্ঞান করার কাজে ব্যবহৃত হালুয়া ও ঘুমের ট্যাবলেট। ৩১ অক্টোবর রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ২৬ মামলার পলাতক আসামি মোঃ বিল্লাল হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে নয়টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৪টি মাইক্রোবাস, ৩টি পিকআপ ও ২টি প্রাইভেটকার। ইতোপূর্বেও সে ডিবির হাতে গ্রেফতার হয়েছিল। যমুনা ফিউচার পার্কের ইস্টার্ন জুয়েলার্সে চুরির ঘটনায় ময়মনসিংহ ও ঢাকা থেকে মোঃ রবিউল হোসেন ওরফে রাসেল (২১), মোঃ আলমগীর মোল্লা (২২) ও মোঃ রিয়াদ হাসান (১৯) নামে তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে প্রায় ১৬ লাখ টাকার অলঙ্কার উদ্ধার হয়। গত ৩১ অক্টোবর রাত থেকে ১ নবেম্বর সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে চার শ’ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় এক কেজি হেরোইন, সাড়ে ৫৬ কেজি গাঁজা, সাড়ে ১৪শ’ পিস নেশার ইনজেকশন ও ৫০ বোতল ফেনসিডিল।
×