ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্তমানে ১৩ লাখ করদাতা এ অর্থবছরে ২৫ লাখ হবে- মুহিত;###;করমেলায় প্রথম দিনেই উপচেপড়া ভিড়

অর্থমন্ত্রীর আশাবাদ ॥ করদাতা হবে দ্বিগুণ

প্রকাশিত: ০৫:২৩, ২ নভেম্বর ২০১৬

অর্থমন্ত্রীর আশাবাদ ॥ করদাতা হবে দ্বিগুণ

স্টাফ রিপোর্টার ॥ দেশে বর্তমানে ১৩ লাখ করদাতা থাকলেও চলতি অর্থবছর শেষে তা ২৫ লাখে দাঁড়াবে বলে আশা প্রকাশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বহির্বিশ্বের তুলনায় দেশে করদাতা ও করের পরিধি কম। তবু দেশে নতুন করদাতার সংখ্যা বাড়ছে। চলতি অর্থবছর ৩ লাখ করদাতা অন্তর্ভুক্ত করার টার্গেট থাকলেও প্রথম চার মাসেই সাড়ে ৩ লাখ করদাতা পেয়েছি। এটা অত্যন্ত গর্বের। কর প্রদানে দেশের মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। আয়কর মেলা উৎসবে পরিণত হয়েছে। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানান, আগামী ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্মাণাধীন নিজস্ব ভবনে আয়কর মেলা-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। এর আগে তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া এই মেলা শেষ হবে ৭ নবেম্বর। প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। সপ্তাহব্যাপী সারা দেশে চলমান এবারের মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’। প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের নির্মাণাধীন নিজস্ব ভবনে আয়োজিত আয়কর মেলায় প্রথমদিন ছিল উপচেপড়া ভিড়। দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও সকাল থেকেই মেলা প্রাঙ্গণ ছিল করদাতার পদচারণায় মুখর। সারা দেশে আয়কর মেলার প্রথমদিনেই বেশ সাড়া পড়েছে। পূর্ববর্তী বছরের তুলনায় বেড়েছে সেবা গ্রহণকারী, রিটার্ন দাখিলকারী ও আয়কর আদায়ের পরিমাণ। বেড়েছে নতুন ই-টিআইএনের সংখ্যাও। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্তে আয়োজিত মেলার প্রথমদিনে এনবিআর আয়কর আদায় করেছে ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। দিনটিতে গত বছরের তুলনায় ৩৮ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৮৫০ টাকার বেশি আয়কর আদায় হয়েছে। এদিন নতুন ই-টিআইএন খুলেছেন ৪ হাজার ৮৭৫ জন, সেবা নিয়েছেন ৫৯ হাজার ২৫২ জন ও রিটার্ন দাখিল করেছেন ১৬ হাজার ৮৬ জন। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আয়কর মেলার উদ্দেশ্য ছিল জনগণকে আয়কর প্রদানে উদ্বুদ্ধ করা। একই সঙ্গে যারা আয়কর আদায় করেন তাদের এমনভাবে পরিবর্তন করা যাতে জনগণ মনে করেন একটি সহায়ক সংস্থার কাছে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য যথেষ্ট সফল হয়েছে। দেশে নতুন আয়করদাতার সংখ্যা বাড়ছে। তিনি বলেন, এটা খুব লজ্জার বিষয় যে, ১৬ কোটি মানুষের দেশে কর দেয় মাত্র ১৩ লাখ লোক। তবে নতুন করদাতার সংখ্যা বাড়ছে। এ বছর টার্গেট ছিল নতুন ৩ লাখ করদাতা অন্তর্ভুক্ত করা। কিন্তু অর্থবছরের প্রথম চার মাসেই সাড়ে ৩ লাখ করদাতা শনাক্ত হয়েছে। এ বছর নতুন করদাতা ১০ লাখ ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে বছর শেষে করদাতার সংখ্যা হবে অন্তত ২৫ লাখ। এটা খুব গর্বের বিষয়। যদিও আন্তর্জাতিকভাবে এটা গর্বের নয়। পাশের দেশ বা উন্নত দেশের তুলনায় এ সংখ্যা খুব কম। আশা করি, আগামী দুই বছরের মধ্যে লজ্জাটা অতিক্রম করতে পারব। তাই, ২০১৮-১৯ অর্থবছরের বাজেট হবে ৫ লাখ কোটি টাকার এবং এটি সম্ভব হবে। তিনি আরও বলেন, আগে দেশের আয়তন বাড়ানোর জন্য যুদ্ধ করতে হতো। এখন সমাজের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য যুদ্ধ করতে হয়। জীবনমানের উন্নয়নের জন্য অর্থের দরকার। তাই কর আদায় করার প্রয়োজন পড়ে। আর এ অর্থ আসে এনবিআরের মাধ্যমে। আমাদের উদ্দেশ্য মোটামোটি সফল হয়েছে। গরিব ছিলাম, এখন মধ্যম আয়ের দেশ হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী টার্গেট দিয়েছেন ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হব। প্রথমদিকে খুব ভয় হতো। যে হারে এগিয়ে যাচ্ছি এখন মনে হয় অতি সহজেই এই টার্গেট অর্জন করা সম্ভব। কর শিক্ষণ ফোরামে অংশ নেয়া স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, আজকে বিশেষ করে স্কুলের ছাত্ররা এসেছে। তাদের জন্য এটা উত্তম শিক্ষা। তারা এখান থেকে শিখে যাবে কিভাবে কর দিত হয়। তারা উৎসাহী হবে কখন বাহাদুরীর সঙ্গে কর দিতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এ মান্নান বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। রাজস্ব বোর্ডও সংস্কার হচ্ছে, কর কাঠামো আরও সহজ করতে সংস্কার কাজ এগিয়ে চলছে। এটা চলমান বিষয়, ভবিষ্যতে আরও সহজ হবে। তিনি বলেন, নাগরিকের জন্য বন্ধুত্বপূর্ণ সেবা চালু করাই আমাদের লক্ষ্য, সে লক্ষ্যে রাজস্ব বোর্ড ডিজিটাইজ হয়েছে। ঘরে বসেই এখন রিটার্ন দাখিল করা যাবে। রাজস্ব ফাঁকি রোধ এবং বকেয়া কর আদায়ে ট্যাক্স পুলিশ গঠনের প্রস্তাব দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, উন্নত দেশে ট্যাক্স পুলিশ রয়েছে। আমাদের দেশে এটির প্রবর্তন করা দরকার। কোন ব্যক্তির রাজস্ব বকেয়া থাকলে তাদের সতর্ক করতে পারবে ট্যাক্স পুলিশ। এটি করা হলে রাজস্ব ফাঁকি অনেকটা রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, বাংলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স দিতে চায়। তবে তারা দেয়ার পদ্ধতি আরও সহজ চায়। তিনি আরও বলেন, এখন অনলাইনে রিটার্ন দেয়া যাচ্ছে। ভবিষ্যতে হয়ত অনলাইনে টাকাও পরিশোধ করা যাবে। জেলা ও বিভাগীয় শহরে রাজস্ব কমপ্লেক্স করা প্রয়োজন। এছাড়া ঢাকা শহরে আঞ্চলিক রাজস্ব কমপ্লেক্স করা এখন সময়ের দাবি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, রাজস্ব উন্নয়নের অক্সিজেন। দেশে রাজস্ববান্ধব সাংস্কৃতিক পরিবেশ তৈরির লক্ষ্যে এনবিআর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কর আদায় নয়, এখন আমরা রাজস্ব আহরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আয়কর মেলা এনবিআরের অন্যতম উদ্ভাবনী। আজ অনুষ্ঠানিকভাবে ই-ফাইলিং কার্যক্রম চালু হচ্ছে। ফলে ঘরে বসেই এখন রিটার্ন দাখিল করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিআরের (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সদস্য ও মেলার প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক। তিনি মেলার খুটিনাটি বিভিন্ন দিক তুলে ধরেন। করমেলার উদ্বোধনের পর অনলাইনে আয়কর প্রদানের পদ্ধতিরও উদ্বোধন করেন। এখন থেকে ঘরে বসেই করদাতা তার আয়কর বিবরণী অনলাইনে জমা দিতে পারবেন। এ সময় (িি.িবঃধীহনৎ.পড়স.নফ) ঠিকানার অনুষ্ঠানিক উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, পূর্বে কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে কর দেয়া যেত। এখন থেকে ঘরে বসেই রিটার্ন দাখিল করা যাবে। নতুন পদ্ধতি করদাতাবান্ধব ও স্বচ্ছতা নিয়ে আসবে। আয়োজকরা জানান, ঢাকার আগারগাঁওয়ে নিজস্ব ভবনে প্রথমবারের মতো মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে রয়েছে বিস্তৃত পরিসরে ৬২ হাজার বর্গফুটের বেশি জায়গা। মেলায় অধিক সংখ্যক বুথ ছাড়াও মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, মহিলা ও প্রতিবন্ধী করদাতার জন্য রয়েছে আলাদা বুথ। শিশুর জন্য রয়েছে কিডস জোন। কর সম্পর্কিত তথ্য জানতে পারবে শিক্ষার্থীরাও। তাদের জন্য মেলা হয়ে উঠবে কর শিক্ষণ ফোরাম। রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী এ মেলা চলবে। জেলা শহরগুলোতে ৪ দিন, ২৯ টি উপজেলায় ২ দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা ও ৫৭ টি উপজেলায় ১ দিন ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। সারা দেশে প্রথমদিনের আয়কর মেলার চিত্র ॥ আয়কর মেলার প্রথমদিনেই বেশ সাড়া পড়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালের চলমান মেলার প্রথমদিনে নতুন ই-টিআইএন খোলার সঙ্গে সঙ্গে বেড়েছে সেবা গ্রহণকারী, রিটার্ন দাখিলকারী ও আয়কর আদায়ের পরিমাণ। আয়কর মেলার প্রথম দিনে সারা দেশের করদাতার কাছ থেকে এনবিআর ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা আয়কর আদায় করেছে। এদিন নতুন ই-টিআইএন খুলেছেন ৪ হাজার ৮৭৫ নতুন করদাতা। বিশ্লেষণে দেখা গেছে, পূর্ববর্তী বছরের তুলনায় আয়কর আদায়ের প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ, আর নতুন ই-টিআইএনের ক্ষেত্রে প্রবৃদ্ধি ৮০ শতাংশ। এবারের আয়কর মেলায় প্রথমদিনে সেবা গ্রহণ করেছেন ৫৯ হাজার ২৯২ জন, যা ২০১৫ সালে ছিল ৫৭ হাজার ৪৭ জন। এদিন রিটার্ন দাখিল করেছেন ১৬ হাজার ৮৬ জন, যা ২০১৫ সালে ছিল ১৪ হাজার ৯৯৮ জন। ২০১৬ সালের মেলার প্রথম দিনে আয়কর আদায় হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা, যা ২০১৫ সালে ছিল ১৫৩ কোটি ২০ লাখ ১ হাজার ৯৬২ টাকা। প্রথম দিনে নতুন ই-টিআইএন খুলেছেন ৪ হাজার ৮৭৫ জন, যা পূর্ববর্তী বছরের প্রথম দিনে ছিল ২ হাজার ৭০৫। এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। জেলা শহরগুলোতে ৪ দিন এবং উপজেলা শহরগুলোকে আয়কর মেলা চলবে ২-১ দিন। চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু ॥ মঙ্গলবার চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নগরীর জিইসি কনভেনশন হলে শুরু হওয়া এ মেলার প্রথম দিনই আগ্রহী করদাতা ও উৎস্যুক মানুষের সমাগম পরিলক্ষিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্তমন্ত্রী বলেন, আপনারা একই ব্যক্তির কাছে বার বার যাচ্ছেন। কিন্তু দেশে করদাতার সংখ্যা বৃদ্ধি করা একান্ত জরুরী। বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা যে, ১ কোটি টিআইএনের ব্যবস্থা করা সম্ভব। কর আদায় যেন হয়রানির পর্যায়ে না যায় সেদিকে সতর্ক করে দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ বছর একজন ব্যবসায়ীর যা লাভ তা সামনের বছর নাও হতে পারে। বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করা দরকার। সাধারণ মানুষের মধ্যে যেন আয়কর নিয়ে ভীতির সৃষ্টি না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। যদি হয়রানি হয় তাহলে আগ্রহী করদাতারা টিআইএন গ্রহণে নিরুৎসাহিত হবেন। সপ্তাহব্যাপী আয়কর মেলায় খোলা হয়েছে প্রয়োজনীয়সংখ্যক বুথ। রয়েছে সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের দুটি বুথও। মেলায় এসে আয়করদাতারা কর পরিশোধ করতে পারবেন এবং আগ্রহীদের জন্য করসংক্রান্ত তথ্য সংগ্রহের ব্যবস্থা রয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যে মিলছে টিআইএন নম্বর। করদাতারা মেলায় ২০১৬-১৭ অর্থ করবর্ষে রিটার্ন দাখিল করতে পারবেন। মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সিলেট ॥ সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মঙ্গলবার সকালে নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ বলেন, ১৬ কোটি জনসংখ্যার এ দেশে মাত্র সাড়ে ১৩ লাখ মানুষ আয়কর দেন। এখনও কোটি টাকা আয়ের অনেক মানুষ কর পরিশোধ করেন না। তাদের করের আওতায় আনা উচিত। প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনবহির্ভূত অন্য আয় থেকেও কর দেয়া উচিত। মেলায় রাখা হয়েছে ই-টিআইএন বুথ, অনুসন্ধান কেন্দ্র, নতুন করদাতার সহযোগিতায় হেল্পডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং ব্যাংকের দুটি বুথ। এ বছর মেলা থেকে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা ॥ খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলা-২০১৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগরীর বয়রার কর ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান। কর অঞ্চল খুলনা ১ থেকে ৭ নবেম্বর পর্যন্ত এই আয়কর মেলা আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করদাতাদের উদ্বুদ্ধ করতে হবে। স্বেচ্ছায়-স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানের সুযোগ দিতে হবে। ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কোন ধরনের হয়রানি না করে তাদের সার্বিক সহায়তা প্রদানের জন্য তিনি কর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বয়রার কর ভবন প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৭ নবেম্বর পর্যন্ত এবং মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় করদাতাগণ তাদের আয়কর রিটার্ন জমা এবং মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে তাদের আয়কর জমা দিতে পারবেন। ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদানসাপেক্ষে নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিস্ট্রেশন এবং বর্তমান করদাতাগণ রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতার জন্য থাকবে পৃথক বুথ। করদাতার রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় ‘হেল্পডেস্ক’ থাকবে। বরিশাল ॥ সপ্তাহব্যাপী আয়কর মেলা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উদ্বোধন করা হয়েছে। বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মোস্তাক আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, আয়কর দেয়া মানে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা। একটি দেশ যখন এগিয়ে যায় তখন অনেক কিছুরই দরকার হয়; যা পুরোটাই জনগণকে দিতে হয় এই আয়করের মাধ্যমে। আয়কর দেয়া দেশের নাগরিকের কর্তব্য। অশ্বিনী কুমার টাউন হলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ মেলা চলবে আগামী ৭ নবেম্বর পর্যন্ত। কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায়ে যে সাফল্য দেখিয়েছে বরিশাল কর অঞ্চল সে ধারা অব্যাহত রেখে ২০১৬-১৭ অর্থবছরে ২৭ হাজার করদাতার স্থলে ৩২ হাজার করদাতা বাড়ানো হবে। গত অর্থবছরে ২০৭ কোটি টাকা রাজস্ব আদায়ের স্থলে আদায় করা হয়েছে ২১০ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭২৫ টাকা। এবার বরিশাল কর অঞ্চলে ৩৫০ কোটি টাকা রাজস্ব আদায় করা নিয়ে মাঠে কাজ শুরু করা হয়েছে। মেলায় সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক ছাড়া আয়কর প্রদান করার স্টলসহ আরও ১২টি স্টল রয়েছে। নওগাঁ, বগুড়া ও কুমিল্লায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা ॥ মঙ্গলবার নওগাঁয় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। স্থানীয় আয়োজন হোটেল মিলনায়তনে নওগাঁ আয়কর বিভাগ এ মেলার আয়োজন করে। এদিন দুপুর ১২টায় নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক প্রধান অতিথি থেকে এই মেলার উদ্বোধন করেন। উপ কর কমিশনার কার্যালয়ের সার্কেল-৩ এর সহকারী কর কমিশনার সুমন চন্দ্র কু-ুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান, কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টু এবং উপ কর কমিশনার কার্যালয়ের সার্কেল-৫ এর সহকারী কর কমিশনার উৎপল হালদার বক্তব্য রাখেন। বগুড়া ॥ উন্নয়নের অক্সিজেন রাজস্ব ও জনকল্যাণে রাজস্ব এমন সেøাগানে কর অঞ্চল বগুড়ার আওতায় উপশহরে বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে চারদিনের আয়কর মেলা শুরু হয়েছে মঙ্গলবার সকালে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। মেলার বুথগুলোতে ই-টিআইএন রেজিস্ট্রেশন/ রিরেজিস্ট্রেশন আয়কর রিটার্ন দাখিলের সুবিধা, ব্যাংকগুলোর অস্থায়ী বুথে আয়কর জমাদানের সুবিধা, হেল্পডেস্কে করদাতার রিটার্ন পূরণে সহযোগিতাসহ কর প্রদানে উৎসাহে মাল্টিমিডিয়া প্রজেক্টরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার শুল্ক রফতানি, বন্ড ও আইটির সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা, জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, কর অঞ্চল বগুড়ার অতিরিক্ত কর কমিশনার খালেদ শারিফ আবেদিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল বগুড়ার কর কমিশনার এ কে এম বদিউল আলম। কুমিল্লা ॥ কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে ৪ দিনব্যাপী আয়কর মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নগরীর নজরুল এ্যাভিনিউর কর ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মহসিনুজ্জামান চৌধুরী। মেলায় রয়েছে আয়কর তথ্য ও পরামর্শ কেন্দ্র, সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও মহিলা কর দাতার জন্য পৃথক পৃথক স্টল। এসব স্টলের মাধ্যমে করদাতা তার কর বর্ষের আয়কর রিটার্ন জমা, মেলায় অবস্থিত ব্যাংক বুথের মাধ্যমে আয়কর জমা, ই-টিআইএন গ্রহণ, ই-টিআইএন পুনঃনিবন্ধনসহ আয়কর সেবা গ্রহণ করছেন।
×