ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইইউর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করল কানাডা

প্রকাশিত: ০৪:২২, ২ নভেম্বর ২০১৬

ইইউর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করল কানাডা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি-সিটা সই করল কানাডা। গত রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মধ্য দিয়ে ইউরোপ ও কানাডার মধ্যে বছরে ১ হাজার ২শ’ কোটি ডলারের বাণিজ্য বাড়ার আশাবাদ। এ সময় ইউরোপ তথা কানাডার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি, এসব দেশের নাগরিকদের জীবনমান উন্নয়নে এ মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে শুক্রবার সিটা চুক্তিটি অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ। ১০ নবেম্বর থেকে শুরু হচ্ছে সোলার এক্সপো স্টাফ রিপোর্টার॥ দেশীয় উদ্যোক্তাদের আয়োজনে এবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনস্-এক্সপো, সেফটি এ্যান্ড সিকিউরিটি, সোলার, পাওয়ার এ্যান্ড রিয়েল এস্টেট এক্সিবিশিন। আগামী ১০ থেকে ১২ নবেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ এক্সিবিশন অনুষ্ঠিত হবে। দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান সেমস্ গ্লোবাল (কনফারেন্স এ্যান্ড এক্সিবিশিন ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড) এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সেমস্ গ্লোবালের এমডি ও গ্রুপ প্রেসিডেন্ট মেহেরুন এম ইসলাম বলেন, আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বিশ্বের প্রায় ১২টি দেশের ভোক্তা ও উদ্যোক্তা অংশ নিচ্ছেন। এতে বিদ্যুত উৎপাদন ও বিতরণ, সৌরবিদ্যুত, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণসামগ্রী, নির্মাণ কৌশল, যন্ত্রাংশ সেফটি ও সিকিউরিটি এবং আবাসন শিল্পের পণ্য ও সেবা স্থান পাবে। ১০ নবেম্বর থেকে তিনব্যাপী এ প্রদর্শনী ও মেলা চলবে। সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে দর্শনার্থীদের প্রদর্শনী উপভোগ করতে প্রি রেজিস্ট্রেশন অথবা ভেন্যুতে সরাসরি হাজির হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রি রেজিস্ট্রেশন ওয়েবসাইটে গিয়ে করতে হবে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, আবু নায়েম মোঃ শরীফ ডিজিএম মার্কেটিং এবং জেনারেল ম্যানেজার প্রশাসন লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
×