ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান থেকে অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৯, ২ নভেম্বর ২০১৬

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান থেকে অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের মন্ত্রিসভায় আবারও একটু রদ বদল আনা হয়েছে। এবার অর্থমন্ত্রী পদে দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটির চেয়ারম্যান মোহাম্মদ আল জাদানকে নিয়োগ দেয়া হয়েছে। সৌদি আরবের রাজপ্রাসাদ থেকে এক ডিক্রি জারি করে এ তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজের। দীর্ঘ ২০ বছর পর এ পদে নতুন কাউকে আনা হলো। ১৯৯৬ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন ইবরাহিল আল আসাফ। আল আসাফের বয়স এখন ৬৭। তিনিই সৌদি ক্যাবিনেট থেকে মন্ত্রিত্ব হারানো সর্বশেষ ব্যক্তি। গত বছর বাদশাহ সালমান ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় মন্ত্রী পদে থাকা তেল মন্ত্রীকে অবসরে পাঠানো হয়। ডিক্রিতে বলা হয়, মোহাম্মদ আল জাদানকে অর্থমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ক্যাবিনেটের একজন সদস্য হবেন। গত ২ বছরে আন্তর্জাতিক জ্বালানি তেলের টানা দরপতন সৌদি আরবকে চিন্তায় ফেলে দেয়। এরপরই নিজেদের অর্থনীতি নিয়ে চিন্তায় পড়ে দেশটি। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য সৌদি বাদশাহর নেতৃত্বে সম্প্রতি ভিশন-২০৩০ প্রকল্প হাতে নেয়া হয়েছে। খবরে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় দেশটি পুঁজিবাজারকেও চাঙ্গা করতে চাচ্ছে। ইতোমধ্যে বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো বাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে অর্থমন্ত্রী করায় সৌদির অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে ভাবা হচ্ছে।
×