ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদেশী বিনিয়োগ বেড়েছে ১৬ শতাংশ

প্রকাশিত: ০৪:১৯, ২ নভেম্বর ২০১৬

বিদেশী বিনিয়োগ বেড়েছে ১৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক বিনিয়োগকারীদের (বিদেশী ও প্রবাসী) ১ হাজার ৩ কোটি ৩ লাখ টাকার বা ১৬ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। আগের বছরের ১০ মাসের (জানুয়ারি-অক্টোবর) তুলনায় চলতি বছরের একই সময়ে এই লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের ১০ মাসে ডিএসইতে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৭ হাজার ১৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন। যা আগের বছরের একই সময়ে ছিল ৬ হাজার ১৩০ কোটি ৫৫ লাখ টাকার। এদিকে চলতি বছর বিক্রয়ের চেয়ে ৮০৩ কোটি ৪৮ লাখ টাকার ক্রয়ের পরিমাণ বেড়েছে। এ সময় বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৩ হাজার ৯৬৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় এবং ৩ হাজার ১৬৬ কোটি ৫৫ লাখ টাকার বিক্রয় করেছেন। ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এ লেনদেনের পরিমাণ ৫৮৭ কোটি ২৪ লাখ টাকায় উন্নীত হয়। এক বছরের ব্যবধানে বিদেশীদের নিট বিনিয়োগ ছয় গুণের বেশি বেড়েছে। ২০১৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিদেশীদের পোর্টফোলিও থেকে ডিএসইতে শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ৫ হাজার ৪৬৭ কোটি ৯১ লাখ টাকা, যা চলতি বছরের প্রথম নয় মাসে ৬ হাজার ৩৯৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। এক বছরের ব্যবধানে শেয়ার কেনাবেচার পরিমাণ বেড়েছে প্রায় ১৭ শতাংশ। পর্যবেক্ষণে দেখা যায়, ২০১৫ সালের জুন মাস পর্যন্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের ৩৪ দশমিক ৪১ শতাংশ ছিল বিদেশীদের দখলে। আর চলতি বছরের আগস্টে এর পরিমাণ ৩৮ দশমিক ৬৫ শতাংশে উন্নীত হয়েছে। এ সময় স্কয়ার ফার্মায় বিদেশী শেয়ারহোল্ডিংয়ের পরিমাণ সামান্য কমলেও এক বছরে এ্যাপেক্স স্পিনিং এ্যান্ড নিটিং মিলস লিমিটেডে বিদেশী বিনিয়োগ শূন্য দশমিক ২৯ শতাংশ থেকে ৪ দশমিক ২৫ শতাংশে উন্নীত হয়েছে। ২০১৫ সালের জুন মাসে ডিবিএইচের মোট শেয়ারের ১১ দশমিক ৮১ শতাংশ ছিল বিদেশী বিনিয়োগ, যা চলতি বছরের আগস্টে ২৯ দশমিক ৬৭ শতাংশে উন্নীত হয়েছে। একই সময় বেক্সিমকো ফার্মায় বিদেশী বিনিয়োগ ২৫ দশমিক ২৯ শতাংশ থেকে ৩৬ দশমিক ৪৩ শতাংশে উন্নীত হয়েছে। এ সময় ব্র্যাক ব্যাংকে ৩৫ দশমিক ৭৬ শতাংশ থেকে ৪১ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে।
×