ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সার্বিক লেনদেন কমেছে

পুঁজিবাজারে পাঁচ দিন পর সূচক সামান্য বাড়ল

প্রকাশিত: ০৪:১৯, ২ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে পাঁচ দিন পর সূচক সামান্য বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুঁজিবাজারে টানা পাঁচ দিনের পতন শেষে মঙ্গলবার সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। উভয় পুঁজিবাজার সূত্রে এই তথ্য জানা গেছে। পুঁজিবাজারে দিনটিতে লভ্যাংশ ঘোষণা এবং আর্থিক প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলোর চাহিদা দেখা গেছে। গত কয়েকদিনের পতনে বেশ কিছু কোম্পানির দর কমে গিয়েছিল। মঙ্গলবার সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৬.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সোমবার ১২.৯১ পয়েন্ট, রবিবার ৩১.১৪ পয়েন্ট ও আগের সপ্তাহের বৃহস্পতিবার ২১.৯৮ পয়েন্ট, বুধবার ২৩.৬৬ পয়েন্ট এবং মঙ্গলবার ১১.৮৩ পয়েন্ট কমেছিল। অর্থাৎ এ ৫ কার্যদিবসে ১০১.৫২ পয়েন্ট কমেছিল। এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩৭৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৮৯ কোটি টাকা। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের ধীরে চলো নীতির কারণে বাজারে লেনদেন কিছুটা কমেছে। ডিএসইতে ৩২৪ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৫১ কোম্পানির দর কমেছে এবং ৫২ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কাশেম ড্রাইসেলের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের ১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বাংলাদেশ। লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুন সুজ, কনফিডেন্স সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আরগন ডেনিমস, মিথুন নিটিং ও কেডিএস এক্সেসরিজ। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- কাসেম ড্রাইসেল, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুন সুজ, কনফিডেন্ট সিমেন্ট, ফার্স্ট ব্যাংক, আর্গন ডেনিমস, মিথুন নিটিং ও কেডিএ্স এক্সেসরিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- ঢাকা ডাইং, জেএমআই সিরিঞ্জ, ঝিল বাংলা সুগার, তাল্লু স্পিনিং, ফরচুন সুজ, বিডি ফাইনান্স, জুটস স্পিনার্স, আরএন স্পিনিং, জনতা ইন্স্যুরেন্স ও আমরা টেক। এদিকে ঢাকার বাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচকই বেড়েছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সিএসইর সিএসসিএক্স সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৬০৮.০৫ পয়েন্টে। এর আগে সোমবার ১৫.৫৩ পয়েন্ট, রবিবার ৫৪.৭৪ পয়েন্ট ও আগের সপ্তাহের বৃহস্পতিবার ৩৫.৫৯ পয়েন্ট, বুধবার ৫৫.৭২ পয়েন্ট এবং মঙ্গলবার ১৩.৫১ পয়েন্ট কমেছিল। এদিন সিএসইতে ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ২৫ কোটি ৪১ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, ফরচুন সুজ, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, বিকন ফার্মা, একমি ল্যাবরেটরিজ, পেনিনসুলা চট্টগ্রাম, রহিমা ফুড ও ডরিন পাওয়ার।
×