ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে হবে ॥ সেনাপ্রধান

প্রকাশিত: ০৪:১৮, ২ নভেম্বর ২০১৬

প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে হবে ॥ সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, সেনাসদস্যদের কঠোর প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সময়োপযোগী জ্ঞানার্জন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি মঙ্গলবার ঢাকা সেনানিবাসে ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ মাঠে কালার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন এবং রেজিমেন্টাল কালার (রেজিমেন্টের পতাকা) প্রদান করেন। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। খবর বাসস’র। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেনাপ্রধান ‘অদম্য সাতান্ন’র রেজিমেন্টাল কালারের মান সমুন্নত রাখার জন্য ইউনিটের সকল সদস্যকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং সেনাবাহিনীর সেবায় আত্মোৎসর্গ করতে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। এর আগে সেনাবাহিনী প্রধান ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এসে পৌঁছালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মজিবুর রহমান তাকে স্বাগত জানান। রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শফিউল আলম। সেনাবাহিনী প্রধানের কাছ থেকে রেজিমেন্টের পতাকা গ্রহণ করেন রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাহবুবুর রহমান। সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ ইউনিটের প্রাক্তন অফিসারবৃন্দ, মাস্টার ওয়ারেন্ট অফিসারবৃন্দ এবং অন্য পদবীর সেনাসদস্যরা বর্ণাঢ্য এ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। অদম্য সাতান্ন ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি সদর দফতর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে ২২২ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে সৈয়দপুর সেনানিবাসে আত্মপ্রকাশ করে। এই ইউনিট জাতীয় পর্যায়ে ‘অপারেশন থান্ডার বোল্ড’সহ বিভিন্ন অপারেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ‘সৌম্য শক্তি ও ক্ষিপ্রতা’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে অদম্য মনোবল নিয়ে ৫৭ ইস্ট বেঙ্গলের জয়যাত্রা চলমান রয়েছে।
×