ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কংগ্রেস সমাপ্ত

সেলিম সিপিবির সভাপতি, জাফর সাধারণ সম্পাদক

প্রকাশিত: ০৪:১৭, ২ নভেম্বর ২০১৬

সেলিম সিপিবির সভাপতি, জাফর সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেস সমাপ্ত হয়েছে। সোমবার কংগ্রেসের সপ্তম এবং শেষ অধিবেশনে আগামী ৪ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেস শেষ হয়। কংগ্রেসে ৫৩০ জন প্রতিনিধি ভোট প্রদান করেন। যার মধ্যে ভোট বাতিল হয় ২১ জনের। ৫০৯ জনের ভোটে ৪৩ জন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এই কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯। অবশিষ্ট ৬ জন পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হবেন। নবনির্বাচিত কমিটি মঙ্গলবার প্রথম সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সভাপতিম-লী নির্বাচিত করেছে। বিকেলে কংগ্রেসের মুখপাত্র সৈয়দ আবু জাফর আহমেদ, হায়দার খান রনো ও মোঃ শাহ আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলাদেশে ডাকসু’র প্রথম ভিপি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৮০’র দশকের ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দ আবু জাফর আহমেদ। নেতৃবৃন্দ দ্বিতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। সভাপতিম-লীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- হায়দার আকবর খান রনো, মোঃ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। দশ সদস্যের সভাপতিম-লীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে সদস্য থাকবেন। কমিটির অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আলতাফ হোসাইন, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, এ্যাডভোকেট মন্টু ঘোষ, মোঃ এনামুল হক, ডাঃ দিবালোক সিংহ, মাহাবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপিকা এ এন রাশেদা, এ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আব্দুল কাদের, অধ্যাপক ডাঃ ফজলুর রহমান, এ্যাডভোকেট এ কে আজাদ, শাহরিয়ার মোঃ ফিরোজ, ইসমাইল হোসেন, এ্যাডভোকেট সোহেল আহমেদ, মাকছুদা আখতার লাইলী, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডাঃ মনোজ দাশ, আব্দুল্লাহ আল ক্বাফি রতন, ডাঃ সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মোঃ কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম আরজু ও লুনা নূর। শেরেবাংলানগরে দু’হাজার টেলিফোন নতুন নম্বরে পরিবর্তন করা হচ্ছে আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে শেরবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের ‘৮১২’ ও ‘৮১৩’ সিরিজের প্রায় ২০০০ টেলিফোন নম্বর আগামী ৪ নবেম্বর শুক্রবার থেকে পর্যায়ক্রমে আট ডিজিটের নতুন নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। গ্রাহকবৃন্দের অবগতির জন্য পুরনো নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েব পেইজ িি.িনঃপষ.পড়স.নফ-তে দেয়া হয়েছে। এছাড়া, গ্রাহকগণকে নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন কলের মাধ্যমে পরিবর্তিত নম্বরের বিষয়ে জানানো হবে। টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে চাইলে অফিস চলাকালীন ৮১৪২০০০, ৯১১৮৯১৯ এবং ৯১১০৫০০ নম্বরে যোগাযোগ করতে হবে। ক্যাবল প্রতিস্থাপন, ৪শ’ টেলিফোন অচল ॥ উত্তরায় বিভিন্ন সেক্টরে ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) রাস্তা সম্প্রসারণ, ড্রেন নির্মাণ ও উন্নয়নমূলক কাজে রাস্তা খননের কারণে ভূ-গর্ভস্থ টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় প্রায় চারশ’ টেলিফোন কিছুদিন ধরে বিকল রয়েছে। উত্তরা সেক্টর-৩- এর জসীম উদ্দীন রোড ও রবীন্দ্র সরণী, সেক্টর-৪-এর রোড নং-৪, ৪-এর বাইলেন ৯, ১২ ও শায়েস্তাখান এ্যাভিনিউ এবং সেক্টর-৬-এর রোড নং-১, ২, ৫ ও আলাউল এ্যাভিনিউ-এর টেলিফোন গ্রাহকগণ এজন্য টেলিফোন সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন।-বিজ্ঞপ্তি
×