ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তোমার স্বপ্ন করো সত্যি...

প্রকাশিত: ০৪:১৭, ২ নভেম্বর ২০১৬

তোমার স্বপ্ন করো সত্যি...

নারীরা এখন নানান ধরনের কাজে যুক্ত হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে। নারীর এ অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ব্যবসা, কারিগরি ট্রেনিং ও উচ্চ শিক্ষায় স্কলারশিপ দিয়ে সহায়তা করছে ফেয়ার এ্যান্ড লাভলী ফাউন্ডেশন। ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন ২০১৫ সালে ‘তোমার স্বপ্ন করো সত্যি’ ক্যাম্পেন’র মাধ্যমে ব্যবসা, কারিগরি ট্রেনিং ও উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী নারীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে। এতে সারাদেশ থেকে ৭ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়ে। সেখান থেকে যাচাই বাছাই শেষে ৩৫৭ নারীকে নির্বাচন করা হয়। যাদের মধ্যে ৩৫০ জনকে কারিগরি ট্রেনিং ও উচ্চ শিক্ষায় স্কলারশিপ এবং ৭ জনকে ব্যবসা শুরুর মূলধনের সনদ দেয়া হয়। নির্বাচিত এই ৩৫৭ জন থেকে একজনের স্বপ্ন পূরণের গল্প নিয়েই আজকের প্রতিবেদন।-বিজ্ঞপ্তি গ্রেনেড হামলা মামলায় কাহারের জেরা শুরু কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তদন্ত কর্মকর্র্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে এ জেরা শুরু হয়। এদিন জেরা অব্যাহত থাকা অবস্থায় আগামী ৭ ও ৮ নবেম্বর পরবর্তী দিন ধার্য করেন বিচারক। গত ২৪ সেপ্টেম্বর থেকে এ সাক্ষীর জবানবন্দী দেয়া শুরুর পর সাতটি ধার্য তারিখে ওই জবানবন্দী দেয়ার পর গত ৩১ অক্টোবর তা শেষে হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্পিøন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান। মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মোঃ আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
×