ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মন্দিরে হামলা, ভাংচুর

বি.বাড়িয়ার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি

প্রকাশিত: ০৪:১৬, ২ নভেম্বর ২০১৬

বি.বাড়িয়ার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও মন্দিরে হামলা, ভাংচুর ও লুণ্ঠনকারী এবং একই ঘটনার জের ধরে হবিগঞ্জের মাধবপুরে মন্দির ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চ। একই সঙ্গে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির হামলার শিকার নাসিরনগর ও মাধবপুরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকায় কর্মরত সাংবাদিকদের এই সংগঠনটি। মঙ্গলবার মঞ্চের পক্ষে এক যৌথ বিবৃতিতে সংগঠনের অর্ধশতাধিক সদস্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এই আহ্বান জানান। বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, প্রকাশ্য দিবালোকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিণবেড় গ্রামে দীর্ঘ সময় ধরে পৈশাচিক হামলা চালালেও পুলিশ খবর পেয়েও সম্ভাব্য দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায়নি। এছাড়া ঘটনার তিন দিন পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চিহ্নিত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে পারেনি। এতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিবৃতিতে বলা হয়, মৌলবাদী হামলা প্রতিরোধে পুলিশ প্রশাসনের কোন কর্মকর্তার গাফিলতি থাকলে তা খুঁজে বের করে তাকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চ। পাশাপাশি বারবার মৌলবাদীদের দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। নেতৃবৃন্দ বলেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বারবার একই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে এ জেলায় মৌলবাদী তৎপরতার সঙ্গে যুক্তদের আইনের আওতায় আনতে প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- সোহেল হায়দার চৌধুরী (দৈনিক বর্তমান), রাজু আহমেদ (জিটিভি), জাকারিয়া মুক্তা (সময় টিভি), আশীষ কুমার দে (পিটিবি নিউজবিডি.কম), নাজমুল ইমাম (যমুনা টিভি), আজিজুল পারভেজ (কালের কণ্ঠ), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা, ভারত), তপন বিশ্বাস (জনকণ্ঠ), অমরেশ রায় (সমকাল), ফিরোজ মান্না (জনকণ্ঠ), মোঃ শাহআলম খান (যুগান্তর), রাজন ভট্টাচার্য (জনকণ্ঠ), ফজলুল হক শাওন (আলোকিত বাংলাদেশ), বিভাষ বাড়ৈ (জনকণ্ঠ), শামীম খান (বাংলা নিউজ২৪.কম), পলাশ আহসান (একাত্তর টেলিভিশন), অখিল পোদ্দার (একুশে টিভি), সাজ্জাদ হোসেন (বাসস), বায়োজিদ ইসলাম (দীপ্ত টিভি), তাপস কান্তি দাস (নিউ এজ), সৈয়দ আহমেদ অটল (করতোয়া), রশীদ মামুন (জনকণ্ঠ), আঙ্গুর নাহার মন্টি (নিউজ ২৪ টিভি), রাকিবউদ্দিন (সংবাদ), এইচআর সাগর (মানবকণ্ঠ), নিখিল মানকিন (জনকণ্ঠ), তৌহিদুল ইসলাম (জনকণ্ঠ), নিবারণ বড়ুয়া (বাংলাদেশ প্রতিদিন), অপূর্ব কুমার (জনকণ্ঠ) প্রমুখ। ওয়ার্কার্স পার্টির নিন্দা ॥ মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে নির্বিচারে হামলা, মন্দিরে ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
×