ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীতিমালা ভঙ্গকারী বেসরকারী মেডিক্যাল বন্ধ করা হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৬, ২ নভেম্বর ২০১৬

নীতিমালা ভঙ্গকারী বেসরকারী মেডিক্যাল বন্ধ করা হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নীতিমালা ভঙ্গকারী বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বেসরকারী মেডিক্যাল কলেজের বিষয়ে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। অতীতে চিন্তা ভাবনা না করেই অনেক মেডিক্যালের অনুমোদন দেয়া হয়েছে। সরকারী নীতিমালা না মানায় বিভিন্ন সময়ে ইতোমধ্যে চারটি বেসরকারী মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। আরও কয়েকটি কলেজকে শর্ত পূরণ করার সময় বেঁধে দেয়া হয়েছে। বেসরকারী মেডিক্যাল কলেজগুলো সরকারী নীতিমালা মেনে চলছে কিনা দেখা হচ্ছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দুপুরে চার দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার প্রথম দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত ডায়াবেটিক ক্যাম্পে ডিআরইউ সদস্য ও তাদের পরিবার ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ শাহজাদা সেলিম, নভো নরডিক্স-এর হেড অব মার্কেটিং ড. মোহাম্মদ সাইফুল বক্তব্য রাখেন। এ সময় রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডাঃ আবুল কায়সার মাহমুদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন। বিএসএমএমইউ, নভো নরডিক্স, বেক্সিমকো ফার্মা এবং দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক কোন চাপের কাছে আমি নতি শিকার করব না। যে চারটি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিলাম, উন্নতি না হলে স্থায়ীভাবে বন্ধ করে দেব। সেখানে শিক্ষক আছে কিনা, লাইব্রেরি আছে কিনা, ল্যাবরেটরি আছে কিনা দেখা হবে। মোহাম্মদ নাসিম আরও বলেন, ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো ডায়াগনিস্ট সেন্টার গড়ে উঠছে। পাড়া-মহল্লায় যেভাবে ডায়াগনিস্ট সেন্টার গড়ে উঠছে দুনিয়ার কোথাও নাই। একটা সীমার মধ্যে সরকারী-বেসরকারী হাসপাতাল হতে হবে। যত্রতত্রভাবে ডায়াগনিস্টিক সেন্টার হতে পারে না। এখানে স্বাস্থ্য অধিদফতরের ডিরেক্টর (হাসপাতাল) আছেন, কত দূরত্বের মধ্যে হাসপাতাল হবে- একটা সীমানা পুনঃনির্ধারণ করে দেবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সত্তরের দশকে দেশে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশ। বর্তমানে ঢাকা শহরের শতকরা ২০ শতাংশ মানুষ ডায়াবেটিস-প্রিডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে শতকরা ১০ শতাংশ ইতোমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত ও ১০ শতাংশ আক্রান্ত হওয়ার শেষ ধাপে রয়েছে। শহর-গ্রাম নির্বিশেষে এ রোগের প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্যসম্মত খাবার ও সুস্থ জীবনযাপনের মাধ্যমেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। শুধু স্বাস্থ্যসম্মত খাবার ও জীবনযাপনের মাধ্যমে ৫০ শতাংশ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায়। তবে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরী। ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ডায়াবেটিসের স্ক্রিনিং ও পরামর্শ দেয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। বুধবার হৃদরোগ, বৃহস্পতিবার চক্ষু চিকিৎসা এবং শেষদিন শুক্রবার সংগঠনের নারী সদস্যদের বিশেষ সেবা দেয়া হবে। অর্থোপেডিকস ও রিউমাটোলজি বিষয়ে সেবা প্রদান করা হবে ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) জানায়, ডিআরইউ আয়োজিত চার দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের অংশ হিসেবে বুধবার সদস্য ও পরিবারের হাড়ের (মেরুদ-, ঘাড়, কোমর ও হাঁটু) সমস্যা সংক্রান্ত পরামর্শ ও চিকিৎসা সেবা দেয়া হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থোপেডিক, রিউমাটোলজিস্ট ও লেজার সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ইয়াকুব আলীর তত্ত্বাবধায়নে ইনস্টিটিউট অব লেজার সার্জারি এ্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা প্রদান করবেন। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলবে। বেলা ১১টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে ‘হাড়ের (মেরুদ-, ঘাড় কোমর ও হাঁটু) সমস্যায় করণীয়’ বিষয়ে বক্তব্য রাখবেন অর্থোপেডিক রিউমাটোলজিস্ট ও লেজার সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ইয়াকুব আলী। ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই ক্যাম্পে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।
×