ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৩, ২ নভেম্বর ২০১৬

টুকরো খবর

মারধরের প্রতিবাদে ক্লাস বর্জন- বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে বিনয় কৃষ্ণ বিশ্বাস নামে এক স্কুল শিক্ষককে সোমবার রাতে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। জানা গেছে, উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিনয় কৃষ্ণ বিশ্বাস সোমবার রাত ৮টার দিকে স্কুলের একটি টিউবওয়েলে হাত-মুখ ধুতে যান। এ সময় কয়েক মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্র্রে ভর্তি করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ হাসপাতালে আহত ওই শিক্ষককে দেখতে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হরেন্দ্র নাথ রানা ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না করা হলে ক্লাস বর্জন ও বিক্ষোভ সমাবেশ চলবে। চলতি জেএসসি পরীক্ষার হল নিয়ন্ত্রণের বিষয় নিয়ে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মতানৈক্যের কারণে এ শিক্ষককে মারপিট করা হয়েছে বলে তিনি দাবি করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান জানান, জেএসসি পরীক্ষার হল নিয়ন্ত্রণের বিষয় নিয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। এরই রেশ ধরে ওই শিক্ষকের ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউএনও মোঃ আবু সাঈদ জানান, এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে অবহিত করা হয়েছে। সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১ নবেম্বর ॥ সীতাকুণ্ডে মনিরুল ইসলাম বাবুল (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফজরের নামাজের সময় পৌরসদর রেলস্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। জানা যায়, সীতাকু- পৌরসদর রেলস্টেশন এলাকায় নিজ বাসা থেকে বের হয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মুক্তিযোদ্ধাকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পাহাড় ধসে নিহত ২, আহত ১ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ নবেম্বর ॥ রাতের আঁধারে পাহাড়ে লুকিয়ে মাটি কাটতে গিয়ে মঙ্গলবার ভোরে উপজেলা নবীগঞ্জের গজনাইপুর এলাকায় ২ ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছে আরও ১ জন। গুরুতর আহত সংশ্লিষ্ট উপজেলাধীন নিশাকুট গ্রামের ময়না মিয়ার পুত্র জায়েদ মিয়াকে (৪০) প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ভোর সোয়া ৪টার দিকে মাটি পাচারকারী চক্রের ৫/৭ সদস্য পার্শ¦বর্তী ওই পাহাড়ে মাটি কাটতে যায়। তারা মাটি কাটার কোন এক সময় আকস্মিক পাহাড়ে ধস নামে। একপর্যায়ে পাহাড়ের উঁচু স্থান থেকে মাটির বড় বড় চাকা এই ব্যক্তিদের ওপর পড়তে থাকলে ঘটনাস্থলেই কায়স্থ গ্রামের মৃত ছাওন মিয়ার পুত্র মাসুক মিয়া (৩৫), নিশাকুট গ্রামের শামছুল হকের (৩৫) মৃত্যু হয়। এ সময় জায়েদ মিয়াও গুরুতর আহত হয়। ঘুষ দিতে গিয়ে যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করার অপরাধে ধার্যকৃত জরিমানার টাকা কমানোর জন্য দুই লাখ টাকা ঘুষ দিতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন এক যুবক। কক্সবাজার বিদ্যুত উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে দুই লাখ টাকা ঘুষ দিতে যাওয়া জহির আহমদ শহরের গাড়ির মাঠের মৃত ছৈয়দ আহমদের পুত্র। সোমবার রাতে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। জানা গেছে, ডাক্তার মিজান দীর্ঘদিন ধরে কলাতলী রোডে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করে আসছিল। ভাড়াটিয়াদের জন্য ব্যবহৃত ১৪টি মিটারের মধ্যে ২টি মিটার অবৈধ প্রমাণ পাওয়ায় তাকে ৭ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। দুই যুবকের কারাদণ্ড স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ সাজা প্রদান করেন। এরপর তাদের জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। সাজাপ্রাপ্ত যুবক দুইজন হলেন পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জোনাব আলী ও একই এলাকার মৃত আনছার আলী ছেলে মোস্তাফা ইসলাম। অভিযোগে জানা যায়, ওই দুই যুবক উপজেলার নাউতরা ব্রিজের পাড়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মধ্যছাতনাই গ্রামের মৃত অলিয়ার রহমানের মেয়েকে বিদ্যালয় যাওয়া আসার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। এডিসির বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১ নবেম্বর ॥ শহরের বনবীথি এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। জানা গেছে, শহরের বনবীথি এলাকার দু’তলা বাসায় ২য় তলায় থাকতেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল অলম খান ও নিচতলায় থাকতেন ব্যবসায়ী গোলাম মাওলা। সোমবার শেষ রাতে অতিরিক্ত জেলা প্রশাসক বাসার পূর্ব দিকের লোহার গ্রীল কেটে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে আশরাফুল অলম খানসহ বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আটকে রাখে। এ সময় ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ নবেম্বর ॥ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- শরীফ, আরিফ ও বকুল মিয়া। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশ হাজার টাকাসহ ডাকাতি হওয়া প্রায় সাত লাখ টাকা মূল্যের ৩৯টি সয়াবিন তেলের ড্রাম। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবিতে ক্লাস বর্জন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলি ও শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে বুধবার থেকে এক সপ্তাহ ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ের সঙ্গে সাক্ষাত করে তারা এ সিদ্ধান্ত জানায়। বিভাগীয় সূত্রে জানা যায়, লিপু হত্যার বিচার দাবিতে আগামী ২ থেকে ৮ নবেম্বর পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর জন্য দোষীর বিচার দাবি করেন। এখন পর্যন্ত ভিসেরা রিপোর্ট না আসায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর শিক্ষক জলির লাশ নিজ কক্ষ থেকে উদ্ধার করে পুলিশ। ভুয়া র‌্যাব অফিসার আটক নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১ নবেম্বর ॥ মেহেরপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অফিসার পরিচয়ে ব্যবসায়ীর কাছে চার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভুয়া ওই র‌্যাব অফিসারের নাম ইপ্তেখার আহসান খান (৬২)। সোমবার রাত ১০টার দিকে শহরের বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইপ্তেখার রাজশাহী জেলার পুটিয়া গ্রামের মৃত আবুল আহাদের ছেলে। অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১ নবেম্বর ॥ কর্ণফুলী নদীর তীরে পটিয়া উপজেলার শিকলবাহা ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা এ রহমান ডক ইয়ার্ড সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া উচ্ছেদ অভিযান দীর্ঘক্ষণ চলে। চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীনের নেতৃত্বে অবৈধ এই ডক ইয়ার্ডটি উচ্ছেদ করা হয়। বন্দরের অনুমতি ছাড়াই শিকলবাহা ইউনিয়নে কর্ণফুলী নদীর তীরে সোনা মিয়া নামের এক ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন জাহাজ ও মাছের ট্রলার মেরামত করে আসছিল। ট্রলার ও জাহাজ মেরামত করতে গিয়ে এখানে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে শ্রমিকও মারা গেছে। সর্বশেষ মালিক পক্ষের অবহেলার কারণে গত রবিবার এই ডক ইয়ার্ডে মোহাম্মদ মহিউদ্দিন নামের এক ইলেকট্রেশিয়ান মারা যান। বিষয়টি বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসায় তিনি উচ্ছেদ অভিযান চালান। গারো তরুণী ধর্ষণের প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ নবেম্বর ॥ রাজধানীর বাড্ডায় আদিবাসী গারো সম্প্রদায়ের এক তরুণী ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল গারো অধ্যুষিত এলাকা পঁচিশ মাইল ও জলছত্র শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় পঁচিশ মাইলে মানববন্ধন করে। সাভারে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ নবেম্বর ॥ সাভারে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার গভীর রাতে পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটির পিতার নাম চাঁন মিয়া ও মায়ের নাম হাফিজা বেগম। তাদের গ্রামের বাড়ি খুলনা জেলার তেরখাদা থানাধীন ফরদেশকাঠি গ্রামে। দেড় বছরের ছোট ভাইসহ শিশুটি তার মায়ের সঙ্গে আড়াপাড়ায় ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ভাড়া বাসায় থাকে। মা বাসা-বাড়িতে কাজ করে। শিশুটির মা জানান, সোমবার রাতে ওই এলাকার রতন নামের এক যুবক তার মেয়েকে কৌশলে মোটরসাইকেলে করে একটি নার্সারিতে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। মঙ্গলবার ভোরে নার্সারি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে তানিয়া নামের এক নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ইউএইচও ডাঃ আমজাদুল হক জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা ॥ গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১ নবেম্বর ॥ ঝিনাইদহ শহরতলীর পল্লী বিদ্যুত অফিস এলাকার রাউতাইল গ্রামে রুমা খাতুন নামের এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী ও তার পরিবার। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ রুমা খাতুন সদর উপজেলার ধোপাবিলা গ্রামের নুর ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ তার স্বামী, সতীন, শাশুড়ি ও ননদসহ ৪ জনকে গ্রেফতার করেছে। আহত গৃহবধূর বড় বোন রিনা খাতুন জানান, ৭ বছর আগে সদর উপজেলার রাউতাইল গ্রামের মোজাম হোসেনের ছেলে ফিরোজ হোসেনের সঙ্গে তার বোন রুমা খাতুনের বিয়ে হয়। ফিরোজের ১ম স্ত্রীর সন্তান না হওয়ায় রুমাকে বিয়ে করে। তখন রুমা ৮ম শ্রেণীতে লেখাপড়া করত। বিয়ের পর রুমার কোল জুড়ে আসে ফুটফুটে ২টি কন্যা সন্তান। পুত্র সন্তান না হওয়ায় শুরু হয় তার ওপর নির্যাতন। রুমার সন্তান দুটি কেড়ে নিয়ে তার সতীন নাজমা খাতুন, শাশুড়ি মনোয়ারা খাতুন, স্বামী ফিরোজ হোসেন ও ননদ বিভিন্ন ধরনের নির্যাতন করত। প্রায়ই সন্তান দুটি রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ পর্যন্ত রুমা খাতুন মুখ বুঝেই তাদের নির্যাতন সহ্য করে আসছিল। মঙ্গলবার সকালে শাশুড়ি মনোয়ারা খাতুন, সতীন নাজমা খাতুন, স্বামী ফিরোজ হোসেন ও ননদ মিলে রুমা খাতুনকে ঘরে আটকে বেধড়ক মারপিট শুরু করে। পরে হত্যার উদ্দেশে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে রুমা খাতুন কৌশলে পালিয়ে আসে। সে পালিয়ে ঝিনাইদহ শহরের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ নবেম্বর ॥ পূর্ব শত্রুতার জের ধরে নাগরপুর উপজেলায় মঙ্গলবার দুপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, উপজেলার পায়শানা গ্রামের মুক্তিযোদ্ধা কোহিনুর আলমের সঙ্গে প্রতিবেশী মাইনুদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে মাইনুদ্দিন সন্ত্রাসী দলবল নিয়ে মুক্তিযোদ্ধা কোহিনুর আলমের বাড়িতে ঢুকে তার বসতঘর ভাংচুর, লুটপাট এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। দুই ছাত্রকে নির্যাতন ॥ দুই শিক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ নবেম্বর॥ বদলগাছী উপজেলার মিঠাপুকুর ইউনিয়নের হাকিমপুর হাফেজিয়া মাদ্রাসার শিশু নির্যাতনকারী সেই দুই শিক্ষক ফিরোজ হোসেন ও মোকারম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদ্রাসার শিক্ষার্থী মিনারুল ইসলাম ও তার মামাত ভাই রেজাকে খুঁটির সঙ্গে বেঁধে মারপিট ও ব্লেড দিয়ে পিঠ ও হাত চিড়ে দিয়ে নির্যাতন করার বিষয়টি মঙ্গলবারের জনকণ্ঠে প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। বদলগাছী থানার পুলিশ ওই দুই শিক্ষককে গ্রেফতার করে। মঙ্গলবার বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতিত শিশু শিক্ষার্থী ধামইরহাট উপজেলার চান্দিরা গ্রামের এমাজউদ্দিনের পুত্র মিনারুল তার অভিভাবককে থানায় ডাকা হয়েছে। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ নবেম্বর ॥ বকেয়া বেতন ও এক কর্মকর্তাকে অপসারণের দাবিতে সাভার ও আশুলিয়ায় ২টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মেরিডিয়ান ফ্যাশন ওয়ার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ‘মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। শ্রমিকরা জানায়, বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছেন। ভাড়া দিতে না পারায় তাদের অনেককে বাসা থেকে বের করে দেয়া হয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত তারা কারখানায় অবস্থান করবেন। এদিকে, বকেয়া বিদ্যুত বিল পরিশোধ না করায় এদিন সকালে ওই পোশাক কারখানার বিদ্যুত সংযোগ বিছিন্ন করে দেয় পল্লীবিদ্যুত। কারখানার পরিচালক ওয়েদুর রহমান খান জানান, শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, কারখানার ভেতরে এক কর্মকর্তার অপসারণের দাবিতে আশুলিয়ার ‘ছয়তলা’ এলাকার শেড ফ্যাশনের শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
×