ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০০, ২ নভেম্বর ২০১৬

ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনিসংহ ॥ নব গঠিত ময়মনসিংহ বিভাগের জন্য বিভাগীয় সদর দফতরসহ অন্যান্য প্রশাসনিক স্থাপনা তৈরিতে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ থেকে পৈত্রিক বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছে চরাঞ্চলের হাজার হাজার মানুষ। আন্দোলনকারী এলাকাবাসীর দাবি, বসতভিটা বাদ দিয়ে ব্যক্তি মালিকানার ফসলি জমি ও ব্রহ্মপুত্র নদের পাড়ে থাকা খাস জমি অধিগ্রহণ করা হোক। জোর করে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্যোগ নেয়া হলে তা প্রতিহত করার ঘোষণা দেয় এলাকাবাসী। এলাকাবাসী জানায়, জান দেব, তবু বাপ দাদার ভিটা দেব না। মঙ্গলবার সকালে ময়মনসিংহ সদরের ব্রহ্মপুত্র পাড়ের কাচারি ফেরিঘাট থেকে জয়বাংলা বাজার হয়ে কোনাপাড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে চরগোবিন্দপুর, চরভবানীপুর ও চরঈশ্বরদিয়ার স্থানীয় এলাকাবাসী। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ মানববন্ধন চলকালে বিক্ষোভ মিছিল ছাড়াও স্থানীয় জয়বাংলা বাজারে এক সমাবেশ করে স্থানীয় এলাকাবাসী। সমাবেশে বলা হয়, আমরা উন্নয়ন চাই, তবে বাপ-দাদার বসতভিটা থেকে উচ্ছেদ হয়ে নয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন জানান, অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তরা ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াও নতুন বিভাগীয় শহরে পুনর্বাসন প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে সহজশর্তে আবাসনের সুবিধা পাবেন। এছাড়া নতুন বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নভোথিয়েটার, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, একাধিক হাসপাতাল, পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজসহ পরিকল্পিত আধুনিক নগর গড়ে তোলা হবে। রাইস মিলে সরকারী চাল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পাহাড়তলী থানার বিসিক শিল্পনগরী এলাকার একটি রাইস মিল থেকে ভেজাল ও নিম্নœমানের ৭শ’ বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ২৫০ বস্তায় পাওয়া যায় খাদ্য অধিদফতরের সীল। মঙ্গলবার দুপুরে অগ্রণী ফুড ইন্ডাস্ট্রিজ নামের মিল থেকে চালগুলো জব্ধ করা হয়। জানা যায়, এই রাইস মিল থেকে জব্ধ করা চালের বস্তাগুলোর মধ্যে ২৫০টি বস্তায় পাওয়া যায় খাদ্য অধিদফতরের সীলযুক্ত অবস্থায়। এগুলো পচা ও খাবার অযোগ্য। অবৈধ পন্থায় চালগুলো গুদাম থেকে বেরিয়ে আসে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ৩৮০ বস্তা চাল খুবই নিম্ন মানের।
×