ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কায়সার, মান্নান ও দানু পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক ॥ মেয়র নাছির

প্রকাশিত: ০৪:০০, ২ নভেম্বর ২০১৬

কায়সার, মান্নান ও দানু পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক ॥ মেয়র নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাজনীতিক মরহুম আতাউর রহমান খান কায়সার, এমএ মান্নান ও এনামুল হক দানু ছিলেন অনন্য ব্যক্তিত্বসম্পন্ন নেতা। তাঁরা রাজনীতিকে অর্থবিত্তের মাধ্যম হিসেবে ব্যবহার করেননি। এ তিন নেতা সমাজের আদর্শিক পূর্বসূরি। মঙ্গলবার বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত ‘প্রণম্য তিন সূর্যসারথি’ শিরোনামে এই তিন প্রয়াত রাজনীতিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন একথা বলেন। তিনি বলেন, এই তিনজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অতুলনীয় ভূমিকা ইতিহাসের পাতায় লেখা আছে। তাঁদের স্মরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের একান্নবর্তী পরিবারের মতো ঐক্যবদ্ধ থেকে প্রতিকূলতাকে জয় করতে হবে। মুখ্য আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, কায়সার-মান্নান-দানু তিনজনই কাব্যসত্তায় নিবেদিত ছিলেন। আমি তাঁদের সৃষ্টিকে জানি। একজন রাজনৈতিক নেতা যদি কাব্য-সাহিত্য-শিল্পে অনুরাগী হন তবে দেশের মঙ্গল। এই মঙ্গল রচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ৭ মার্চের ভাষণ একটি মহাকাব্য। বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা আলহাজ নঈম উদ্দিন চৌধুরী বলেন, কায়সার-মান্নান-দানু রাজনীতিক, কবি ও সমাজ দর্শনের মিশ্র ব্যক্তিত্ব। আরও বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ উমর ফারুক, হাসান মুরাদ বিপ্লব, ইয়াসির আরাফাত, সুমন দেবনাথ, খোরশেদ আলম, এনামুল হক দানুর স্ত্রী শামসুন নাহার, সাংবাদিক প্রদীপ খাস্তগীর, রায়হান ইউসুফ, আবদুল মান্নান ফেরদৌস, পুলক খাস্তগীর, লিটন রায় চৌধুরী, কাজী রাজেশ ইমরান, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, ফয়সাল বাপ্পী, বোরহান উদ্দিন গিফারী, মোস্তফা কামাল সজল দাশ, মাহমুদ আবদুর রহিম প্রমুখ। প্রণম্য তিন সূর্যসারথি স্মরণে বরণে অন্তরে ধারণ করার লক্ষ্যে ৭১ এর রণাঙ্গনের ৬ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। এঁরা হলেন-সাবেক মন্ত্রী জননেতা মরহুম জহুর আহমদ চৌধুরীর সন্তান মাহাতাব উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা এটিএম নুরুল আমিন চৌধুরী, ব্যাংকিং সেক্টরে মোঃ আবদুল হক, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত শেখ জমির আহমেদ (মরণোত্তর), আইনপেশায় এ্যাডভোকেট মহররম মিয়া (মরণোত্তর), চিকিৎসা সেবায় ডাঃ আবদুস সত্তার (মরণোত্তর), সমাজ সেবায় প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী।
×