ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত: ০৩:৫৯, ২ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় ৩ পোশাক শ্রমিক, মৌলভীবাজারের রাজনগরে ৩ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২ জন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালীস্থ রাসেল স্পিনিং মিলের সামনে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে পিকআপ চাপায় ৩ পোশাক শ্রমিক নিহত ও ৭ শ্রমিক আহত হয়েছে। জানা যায়, রাসেল স্পিনিং মিলের রাতের শিফটে ডিউটি শেষে বাসায় ফিরে যাওয়ার জন্য অপেক্ষমাণ ১০/১২ শ্রমিক দাঁড়িয়ে থাকে। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপ দিলে ঘটনাস্থলেই ওই মিলের শ্রমিক উপজেলার কাঁঠালী গ্রামের হারুন শিকদারের ছেলে আনোয়ার হোসেন (১৮) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) ও হাসপাতালে নেয়ার পথে মামারিশপুর গ্রামের রমিজ উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৩৫) মারা যান। এ সময় আরও ৭ শ্রমিক আহত হয়েছে। আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার ॥ মঙ্গলবার সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার মহলাল নামক স্থানে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। নিহতরা হলেনÑ আজাদ মিয়া (৩৫), আলম মিয়া (২৫) সিএনজি চালক শাহিন মিয়া (৩২) নিহতদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালমর্গে রাখা হয়েছে। দিনাজপুর ॥ ঘোড়াঘাট উপজেলায় বাস ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ভ্যান চালকসহ দুই আদিবাসী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিবাজার নামক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘোড়াঘাট পৌরসভা এলাকার চককাটাল এলাকার মন্টু মাহাতোর ছেলে ভ্যানচালক পুরান মাহাতো (৪৫) ও একই এলাকার সাধন মাহাতোর ছেলে সেভেন মাহাতো (৪০)। এ ঘটনায় জনগণের সহযোগিতায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
×