ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৬, ২ নভেম্বর ২০১৬

চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা। সকালে অনুষ্ঠিত হয় সি-১ (ব্যবসায় শিক্ষা শাখা)। আর বিকেলে সি ২-৩ (মানবিক ও বিজ্ঞান শাখা)। পরীক্ষা শেষ হয় ভালভাবেই। কিন্তু পরীক্ষা শেষেই বাধে বিপত্তি। পরীক্ষার্থীরা হয়ত অনেকেই বিষয়টি পরীক্ষার উত্তেজনায় খেয়ালই করেননি। কিন্তু পরে দেখা গেল প্রতিটি প্রশ্নের উত্তরের অপশনটি ঝাপসা করে দেয়া। একটি দুটি নয়, পুরো একশটি প্রশ্নের উত্তরই ঝাপসা করে দেয়া। অত্যন্ত কৌশলে এ কাজটি করা হয়েছে যা সাধারণভাবে কারও মাথায়ই আসবে না। মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত এই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়নি। প্রশ্নপত্রের সেট-২ এর প্রথম প্রশ্নটির উত্তর হবে অপশন ‘ডি’। লক্ষ্য করলে দেখা যায় অত্যন্ত সুকৌশলে এই ‘ডি’ লেখাটি ঝাপসা করে দেয়া হয়েছে। এভাবে একশটি প্রশ্নেরই উত্তরের অপশনটি ঝাপসা করে দেয়া হয়েছে। যা একটু লক্ষ্য করলেই চোখে পড়বে। তবে প্রশ্নপত্রে কেন এমন হলো? প্রতিটি উত্তরের অপশনটি কেন ঝাপসা করে দেয়া হলো? অনেক পরীক্ষার্থীই মনে করছেন, এটি কোন সাধারণ ভুল নয়। এর মাধ্যমে নিশ্চয়ই বড় ধরনের কোন জালিয়াতি হয়েছে। হয়ত মোটা অংকের টাকার বিনিময়ে এমনটি করা হয়েছে। এ বিষয়ে ইফতেখার উদ্দিন নামের এক পরীক্ষার্থী জানান, ‘প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নেরই উত্তরের অপশনটি এভাবে ঝাপসা করে দেয়াটা কোন সাধারণ ভুল হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোন বড় ধরনের জালিয়াতি আছে।’ আরেক পরীক্ষার্থী সাইফুল ইসলাম জানান, ‘আমরা চাই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই মেধাবীদের মূল্যায়ন হোক। কিন্তু যখন প্রশ্নপত্রে এ ধরনের জালিয়াতি পরিলক্ষিত হয় তখন সত্যিই তা আমাদের আশাহত করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার হওয়া আবশ্যক।’ আরও কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারাও একই অভিযোগ করেন। পাশাপাশি তারা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার ছেলে এবার বিজ্ঞান শাখা থেকে পরীক্ষার্থী ছিল। এ কারণে নিয়মানুযায়ী পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে আমি ছিলাম না। এ সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. আহমদ সুলতান। তিনিই বিষয়টি বলতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের কাজের সঙ্গে কোন গ্রুপ বা সিন্ডিকেট জড়িত কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে।’ প্রফেসর ড. আহমদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমার কাছে উত্তর ঝাপসা থাকার কোন বিষয় জানা নেই। আপনার কাছে যদি প্রশ্ন থাকে তবে অফিসে এসে দেখা করুন। অটিজমবিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ‘ন্যাশনাল একাডেমি ফর অর্টিজম এ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ’ শীর্ষক প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। মঙ্গলবার এই কর্মশালা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামিম। কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধ সুরক্ষা ২০১৩ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করেন ডাঃ আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক, অধ্যাপক গোলাম সারওয়ার প্রমুখ। জুয়ার টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ নবেম্বর ॥ শহীদুল ইসলাম নামে এক যুবককে গুলি করে জুয়ার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে উপজেলার পিপরুল গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় আনোয়ার হোসেনের বাড়িতে জুয়া খেলার আসর বসায় মাধবপুর গ্রামের জুয়াড়িখ্যাত তবিবুর রহমান। রাত ৯টার দিকে জুয়া খেলার শেষ পর্যায়ে ৪-৫ জন সন্ত্রাসী জুয়ার আসরে অতর্কিত হামলা চালিয়ে জুয়ার টাকা লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অপর জুয়াড়ি শহীদুল ইসলাম তাদের বাধা দিলে তার পেটে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
×