ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে পাহাড় কাটছে সিডিএ

প্রকাশিত: ০৩:৫৬, ২ নভেম্বর ২০১৬

সীতাকুণ্ডে পাহাড় কাটছে সিডিএ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১ নবেম্বর ॥ সীতাকুণ্ডে দিনে-দুপুরে পাহাড় কাটছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পরিবেশের আইন অমান্য করা পাহাড় কাটার সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে ভাড়া করা সন্ত্রাসী বাহিনী সাংবাদিক প্রবেশে বাধা প্রদান করে এবং ছবি তুললে তা দিয়ে দিতে বলে। জানা যায়, সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর, ভাটিয়ারী ও জঙ্গল ভাটিয়ারী মৌজা নিয়ে বাংলাদেশ সরকার বিএস মূলে ১শ’ ২২ একর ৭৬ শতক ভূমি অধিগ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নামে। সরকারীভাবে অধিগ্রহণের দীর্ঘ সময় চলে গেলেও এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া এখনও লাগেনি। তবে এ অঞ্চল সমতলের পাশে পাহাড় বেষ্টিত হওয়ায় পাহাড়খেকোরা কয়েকদিন পর পর পাহাড় কাটার মহোৎসব চালায়। আর এসব সংবাদ সংগ্রহে গেলে প্রবেশ মুখে বলা হয় এখানে সাংবাদিক ঢুকতে পারবে না। ঢুকতে হলে সিডিএ অনুমতি লাগবে। কৌশলে ঢুকে ছবি সংগ্রহে গেলে সিডিএ সন্ত্রাসী বাহিনী পাহাড় কাটার স্থলে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে সন্ত্রাসী আচরণ করে এবং বলে ছবি যেগুলো তুলেছেন তা দিয়ে দেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত পাহাড় কাটলেও সিডিএ বিরুদ্ধে কখনও কোন ব্যবস্থা নিতে কাউকে দেখা যায়নি। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ‘আসলে এসব বিষয় আমি অবগত নই, তবে খুব শীঘ্রই আমি বিষয়টি তদন্ত করে দেখব।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালামের মুঠোফোনে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে কোন কথা না শুনে বলেন আমি ঢাকায়।’ এ বিষয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক মাসুদ করিম বলেন, ‘ইতোমধ্যে আমরা সিডিএ কে পাহাড় না কাটার নির্দেশ প্রদান করেছি, আর সরকারী-বেসরকারী কোন প্রতিষ্ঠান পাহাড় কাটতে পারবে না, কেউ যদি নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো পাহাড় কাটে তাদের অবশ্যই কৈফিয়ত দিতে হবে এবং আইনের আওতায়ও আসতে হবে।’
×