ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুবক বৃদ্ধাসহ পাঁচ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৪, ২ নভেম্বর ২০১৬

যুবক বৃদ্ধাসহ পাঁচ মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামে যুবক, সিরাজগঞ্জে বৃদ্ধা, মির্জাপুরে এক ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জে কৃষক ও সিলেটে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিপন (১৯) নামের এ যুবকের বাড়ি সাতকানিয়া রাস্তার মাথা এলাকায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ভবন থেকে পড়ে এ যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বায়েজিদ থানা পুলিশ জানায়, এই যুবকের লাশটি পড়েছিল কাদা মাটিতে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চল নাটুয়ারপাড়ার রেহাইশুড়িবেড় এলাকা থেকে ফাতেমা (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করে থানা পুলিশ। তার শোবার ঘর থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতের কোন এক সময় ফাতেমাকে তার ঘরের ভেতরে গলা কেটে খুন করা হয়। মঙ্গলবার সকালে এলাকার মানুষ ঘরের ভেতরে গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। মির্জাপুর ॥ বংশাই নদী থেকে তারা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মির্জাপুর থানা পুলিশ ত্রিমোহন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ভৈরপাড়া গ্রামে। তারা মিয়ার ছেলে জুয়েল মিয়া জানান, শনিবার রাত বারোটার দিকে মাছ ধরার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু পরদিন রবিবারও বাড়ি না ফেরায় তিনি বাসাইল থানায় জিডি করেন। চাঁপাইনবাবগঞ্জ ॥ ভাদু (৪৬) এক কৃষকের মরদেহ পাওয়া গেছে নামো জগন্নাথপুর মাসকলাইর ক্ষেতে। এলাকাটি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির অধীন। নিরীহ ভাদু একই ইউনিয়নের কাওসার আলীর ছেলে। মঙ্গলবার তার লাশ পুলিশ চাঁপাইনবাবগঞ্জ মর্গে নিয়ে আসে। সিলেট ॥ মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়া হাওর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুুলিশ। আবদুল ওয়াহিদ (১৭) নামক ওই কিশোর পাতারিপাড়ার আবদুল মান্নানের ছেলে। হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেফতার জিসিসির টাকা আত্মসাত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ত্রাণ ও দরিদ্র তহবিলের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশেনের (জিসিসি) হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে দুদকের একটি দল গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয় থেকে তাকে আটক করে জয়দেবপুর থানায় নিয়ে যায়।
×