ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে এমআই-ফাইভ প্রধান

ব্রিটেনের প্রতি রাশিয়ার হুমকি বাড়ছে

প্রকাশিত: ০৩:৪০, ২ নভেম্বর ২০১৬

ব্রিটেনের প্রতি রাশিয়ার হুমকি বাড়ছে

রাশিয়া যুক্তরাজ্যের স্থিতিশীলতার প্রতি ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখা দিচ্ছে এবং দেশটি তাদের লক্ষ্য অর্জন করতে সকল অত্যাধুনিক কৌশল ব্যবহার করছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের প্রধান গার্ডিয়ানকে এ কথা বলেন। সংস্থাটির ১০৭ বছরের ইতিহাসে এমআই-ফাইভ প্রধান এ্যান্ড্রু পার্কার প্রথম কোন সংবাদপত্রকে সাক্ষাতকার দেন। তিনি বলেন, ঠিক যখন ইসলামী উগ্রপন্থার ওপর সবচেয়ে বেশি নজর দেয়া হয়েছে তখন অন্যান্য দেশের গোপন কর্মকা- ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে। আর সেসব দেশের কথা টানলে সবার আগে উঠবে রাশিয়ার নাম। এমআই-ফাইভের ডিরেক্টর জেনারেল বলেন, রাশিয়া বিদেশে তাদের পররাষ্ট্রনীতির প্রয়োগ ঘটাতে দিন দিন আগ্রাসী পন্থায় রাষ্ট্রযন্ত্রের সকল কাঠামো ও শক্তি ব্যবহার করছে। পন্থাগুলোর মধ্যে রয়েছে- প্রচারণা, গুপ্তচরবৃত্তি, নাশকতা ও সাইবার হামলা। ইউরোপজুড়ে এবং বর্তমানে যুক্তরাজ্যে দেশটির কর্মকা- চলছে। এমআই-ফাইভের কাজ হচ্ছে ওই আগ্রাসন থেকে দেশকে মুক্ত করা। পার্কার বলেন, ব্রিটেনের মাটিতে এখনও রাশিয়ার অনেক গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন। কিন্তু স্নায়ুযুদ্ধের দিনগুলো থেকে বর্তমান সময়ের পার্থক্য গড়ে দিচ্ছে সাইবারযুদ্ধ পরিস্থিতির উদ্ভব। রাশিয়ার নিশানার মধ্যে রয়েছে সামরিক গোপনীয় বিষয়, শিল্প প্রকল্প, অর্থনৈতিক তথ্য, সরকার ও পররাষ্ট্রনীতি। তিনি বলেন, আমরা মনে করি, পরিবর্তনশীল এই বিশ্বে আমাদেরও পরিবর্তিত হতে হবে। আমাদের কাজও এর ব্যাখ্যা নিয়ে কথা বলার দায়িত্ব আমাদের রয়েছে। পার্কার নিজ দেশে বেড়ে ওঠা সন্ত্রাসীদের বিষয়েও সতর্ক বার্তা উচ্চারণ করেন। তিনি জানান, ব্রিটেনে অন্তত তিন হাজার সহিংস মুসলিম উগ্রপন্থী রয়েছে। যাদের অধিকাংশই ব্রিটিশ। তিনি আরও জানান, গত তিন বছরে গোয়েন্দা সংস্থাগুলো জিহাদিদের ১২টি সন্ত্রাসী পরিকল্পনা নস্যাত করে দিয়েছে। এমআই-ফাইভ প্রধান বলেন, রাশিয়াকে মনে হচ্ছে, দিন দিন পশ্চিমাদের বিরোধী হিসেবে নিজেকে স্পষ্ট করছে এবং সেই মোতাবেক কাজ চালিয়ে যাচ্ছে। ইউক্রেন ও সিরিয়ায় রাশিয়ার কর্মকা-ে এ বিষয়টি দেখা যায়। তবে দৃষ্টির বাইরে বড়মাপের কর্মকা- হচ্ছে সাইবার হুমকি। রাশিয়া কয়েক দশক ধরে গোপন হুমকি হিসেবে দেখা দিয়েছে। বর্তমান সময়ের পার্থক্য হচ্ছে অনেক এবং আরও অনেক পদ্ধতি তাদের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্র এ মাসের শুরুর দিকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠান হ্যাকিংয়ের মাধ্যমে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যাহত করার চেষ্টার অভিযোগ আনার পর গোয়েন্দা প্রধান এসব মন্তব্য করলেন। তবে ক্রেমলিন বারবার এই অভিযোগ নাকচ করে দিয়েছে। পার্কার বলেন, গত দুই বছরে ব্রিটেনে আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকির মাত্রা সরকারীভাবে মারাত্মক পর্যায়ে রয়েছে। এর অর্থ হামলার সম্ভাবনা খুবই বেশি। তিনি জানান, এমআই-ফাইভ ও অন্য গোয়েন্দা সংস্থাগুলোর ভাল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে প্রতিটি হামলা ঠেকানো সক্ষম হবে না।
×