ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন

প্রকাশিত: ০৮:৫২, ১ নভেম্বর ২০১৬

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন

স্টাফ রিপোর্টার ॥ নন-ক্যাডার কর্মকর্তাদের এএসপি পদে পদোন্নতি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আবেদনকারীর পদোন্নতি প্রদান না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী শিশু আইনের অসঙ্গতির ব্যাখ্যা না করায় আইন, (সংসদ বিষয়ক) লেজিসলেটিভ ও ড্রাফটিং এবং সমাজকল্যাণ সচিবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করেছেন হাইকোর্ট। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপীল বিভাগ। তরঙ্গ বন্ধের আদেশ স্থগিত চেয়ে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেলের আবেদনের শুনানি পিছিয়েছে। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে দুই শিশু রাজন-রাকিবসহ চাঞ্চল্যকর তিন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপীল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য সোমবার হাইকোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নির্দেশের পরই তিনটি মামলা বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহম্মদ জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চের কার্যতালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিস ॥ আদালতের আদেশ অনুযায়ী শিশু আইনের অসঙ্গতির ব্যাখ্যা না করায় আইন ও বিচার, লেজিসলেটিভ ও ড্রাফটিং এবং সমাজকল্যাণ সচিবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করেছে হাইকোর্ট। কেন আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে তিন সচিবের পক্ষে মোঃ মোজাম্মেল হক সময় চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ শহীদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমানের জামিন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। সোমবার রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন তার আইনজীবী এ জে মোহাম্মাদ আলী। শুনানি পিছিয়েছে ॥ তরঙ্গ বন্ধের আদেশ স্থগিত চেয়ে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেলের আবেদনের শুনানি পিছিয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপীল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে আবেদনটি শুনানির জন্য সোমবারের কার্যতালিকায় ছিল। কিন্তু সিটিসেলের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের ব্যক্তিগত অসুবিধা থাকায় শুনানি হয়নি। তিন মামলা ॥ দুই শিশু রাজন-রাকিবসহ চাঞ্চল্যকর তিন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপীল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য সোমবার হাইকোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নির্দেশের পরই তিনটি মামলা বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহম্মদ জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চের কার্যতালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। হত্যা মামলাগুলো হলো-সিলেটের শিশু রাজন হত্যা, খুলনায় শিশু রাকিব হত্যা এবং ঢাকায় পুলিশের বিশেষ শাখার (রাজনৈতিক) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা।
×