ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৮:৩৮, ১ নভেম্বর ২০১৬

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা, দক্ষিণখান ও তেজগাঁওয়ের বিভিন্ন আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এ সময় বিভিন্ন প্লট, ভবন, ফ্ল্যাটে অবৈধভাবে গেস্ট হাউস, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ও ফুটপাথে অবৈধ র‌্যাম্প ভেঙ্গে ফেলা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান উত্তরায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ১১নং সেক্টরের গরীবে নেওয়াজ এ্যাভিনিউয়ের শীনশীন জাপান হাসপাতালের পার্কিংয়ের জায়গায় নির্মিত রিসেপশন, ওয়েটিং রুম ও হাসপাতালের অফিস হিসেবে ব্যবহৃত একটি কক্ষ ভেঙ্গে দেয়া হয়। বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বেজমেন্টে বাণিজ্যিক ব্যবহারের ফলে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে হাসপাতাল, পার্শ্ববর্তী ভবনে ইস্টার্ন ব্যাংকের ফ্লোর, ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ সাত দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়। অপরদিকে ফুটপাথ দখলকারী চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনব্যাপি এ অভিযান চালানো হয়। মিরপুর আনসার ক্যাম্প, বাংলা কলেজ, টোলারবাগ, পাইকপাড়া, দক্ষিণ বিশিল ও আহম্মেদনগরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ। এসব এলাকায় ফুটপাথ দখলকারী ৩৫০টির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
×