ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যারা চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৮:২০, ১ নভেম্বর ২০১৬

যারা চেয়ারম্যান নির্বাচিত

জনকণ্ঠ ডেস্ক ॥ বিলুপ্ত ছিটের ২২টিসহ প্রায় সাড়ে তিন শ’ ইউনিয়ন পরিষদে (ইউপি) সোমবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত ৬৯ জন, বিএনপির দশ জন এবং অন্যান্য দলের ১১ জন বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঠাকুরগাঁও সদরের নারগুন ইউপিতে বিএনপির পয়গাম আলী, পার্বতীপুরের বেলাইচ-ীতে বিএনপির হাসিবুর রশীদ রুম্মান, মাগুরার শ্রীকোলে আওয়ামী লীগের মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, মহম্মদপুর সদরে আওয়ামী লীগের আবুল হোসেন মোল্লা, শালিখার গঙ্গারামপুরে স্বতন্ত্রপ্রার্থী শেখ ফিরোজ হোসেন, নওগাঁর রানীনগরের ১নং খট্টেশ্বর রানীনগরে আওয়ামী লীগের আসাদুজ্জামান পিন্টু, কিশোরগঞ্জের ইটনা সদরে বিএনপির মোঃ শফিকুল ইসলাম সোহাগ, কুলিয়ারচরে ছয়সূতিতে আওয়ামী লীগের মিছবাহুল হক জরু, রামদিতে আওয়ামী লীগের আলাউদ্দিন, করিমগঞ্জের দেহুন্দা ইউপিতে আওয়ামী লীগের কামরুজ্জামান সঞ্জু, নড়াইলের লোহাগড়ার শালনগর ইউপিতে আওয়ামী লীগের খান তসরুল ইসলাম, শরীয়তপুরের ভেদরগঞ্জের ছয়গাঁও ইউপিতে আওয়ামী লীগের মীর মামুন, গোসাইরহাটের কুচাইপট্টি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দীন স্বপন, আলাওলপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ উসমান গনি, নড়িয়ার নশাসন ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল মোল্লা, শরীয়তপুর সদরের মাহমুদপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ শাহজাহান ঢালী, মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোঃ বাচ্চু শেখ, যশলংয়ে আওয়ামী লীগের মোঃ আলমাস চোকদার, গজারিয়ার ভবেরচরে স্বতন্ত্র প্রার্থী সাহিদ মোঃ লিটন, ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রামে আওয়ামী লীগের আলী হোসেন অপু, সিমলা রোকনপুরে আওয়ামী লীগের নাসির উদ্দিন, রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজন কুমার সরকার, নরদাশ ইউপিতে বিএনপির মতিউর রহমান মতিন, দ্বীপপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকলেছুর রহমান দুলাল, আউচপাড়ায় আওয়ামী লীগের সরদার জান মোহাম্মদ, শ্রীপুরে আওয়ামী লীগের মকবুল হোসেন মৃধা, বাসুপাড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার ম-ল, কাচারী কোয়ালীপাড়ায় আওয়ামী লীগের আয়েন উদ্দিন, শুভডাঙ্গায় আওয়ামী লীগের আব্দুল হাকিম, মাড়িয়ায় আওয়ামী লীগের আসলাম আলী আসকান, গনিপুরে বিএনপির মনিরুজ্জামান রঞ্জু, ঝিকড়ায় আওয়ামী লীগের আবদুল হামিদ ফৌজদার, গোয়ালকান্দিতে আওয়ামী লীগের আলমগীর সরকার, হামিরকুৎসায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন, যোগীপাড়ায় আওয়ামী লীগের মোস্তফা কামাল, বড়বিহানালীতে বিএনপির মাহমুদুর রহমান মিলন এবং সোনাডাঙ্গায় আওয়ামী লীগের অধ্যক্ষ আজাহারুল হক, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সদর ইউপিতে জাতীয় পার্টির মাহমুদুর রহমান রোজেন, শিলখুড়িতে বিএনপির ইসমাঈল হোসেন, পাথরডুবিতে বিএনপির বিদ্রোহী হুমায়ুন কবির, ফুলবাড়ী সদর ইউপিতে আওয়ামী লীগের হারুন অর রশিদ হারুন, ভাঙ্গামোড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান বাবু, কাশিপুরে জাতীয় পার্টির গোলজার হোসেন, লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউপিতে নবিবর রহমান (নৌকা), কুচলিবাড়ীতে মোঃ হামিদুল হক (নৌকা), জোংড়ায় মোঃ আশরাফ আলী (নৌকা), শ্রীরামপুরে মোঃ আবুল হাসেম (নৌকা), পাটগ্রামে মোঃ আব্দুল ওহাব বেলাল (নৌকা ) ও বুড়িমারীতে স্বতন্ত্র আবু সাঈদ নেওয়াজ নিশাদ, হাতীবান্ধার গোতামারীতে মোঃ আবুল কাশেম সাবু (নৌকা), সদরের কুলাঘাটে মোঃ ইদ্রিস আলী (ধানের শীষ), চাঁদপুর সদরের চান্দ্রা ইউপিতে খান জাহান আলী কালু পাটওয়ারী (নৌকা), কল্যাণপুরে সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী (নৌকা), ফরিদগঞ্জের ১১নং চরদুঃখিয়ায় বাছির হোসেন (ধানের শীষ), শাহরাস্তির রায়শ্রী দক্ষিণে সেলিম পাটওয়ারী লিটন (ধানের শীষ), চিতশীতে আবু ইউসুফ পাটওয়ারী (নৌকা), বালিয়ায় তাজুল ইসলাম মিয়াজী (নৌকা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
×