ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজদের দৌরাত্ম্যে ফুটপাথ দখলমুক্ত করা যাচ্ছে না ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:০৯, ১ নভেম্বর ২০১৬

চাঁদাবাজদের দৌরাত্ম্যে ফুটপাথ দখলমুক্ত করা যাচ্ছে না ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ চাঁদাবাজদের দৌরাত্ম্যে রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করা যাচ্ছে না। পথচারীদের চলাফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফুটপাথ থেকে হকার উচ্ছেদ অভিযান চলবে। ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। অপরদিকে আগামী দুই বছরের মধ্যেই উত্তরকে সবুজ ঢাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। সোমবার দুপুরে ওসমানী উদ্যানের পূর্বপ্রান্তে আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনের সময় সাঈদ খোকন বলেন, ফুটপাথ দখলমুক্ত না হওয়ার অন্যতম কারণ চাঁদাবাজী। প্রতিদিন চাঁদাবাজদের পকেটে যাচ্ছে লাখ লাখ টাকা। এজন্য ফুটপাথ দখলমুক্ত করতে চাদাবাজরা বাধা দেয়। মেয়র বলেন, চাঁদাবাজদের সঙ্গে যুদ্ধ একা মেয়রের পক্ষে করা সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করতে এগিয়ে আসতে হবে। এজন্য তিনি মিডিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে মেয়র ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল ওসমানী উদ্যান ও সংলগ্ন এলাকায় দুটি অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধন করেন। সাঈদ খোকন বলেন, ’১৭ সালের মধ্যে ১০০ আধুনিক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। এর মধ্যে ১৭টি আধুনিক টয়লেট নির্মাণ করে দিচ্ছে ওয়াটার এইড। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫শ’ ওয়াটার প্যানেল স্থাপন করা হবে। যেখান থেকে রাজধানীবাসী নিরাপদে পানি খেতে ও সংগ্রহ করতে পারবেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খাইরুল ইসলামসহ সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে আগামী দুই বছরের মধ্যেই ঢাকাকে সবুজে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন উত্তরের মেয়র আনিসুল হক। এজন্য তিনি সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগিয়ে ছবির মতো ঢাকা গড়ার আহ্বান জানান। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ১০১ প্রকারের উন্নত জাতের গাছ লাগানোর জন্য নির্বাচিত করেছি। এ নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি। সোমবার সকালে ফার্মগেটে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের আ কা মু গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামে ঢাকাবাসীর মধ্যে টবসহ গাছ বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। মেয়র বলেন, ‘ঢাকা বাঁচুক সবুজে, আমরা বাঁচব ঢাকাতে’ এই সেøাগানকে সামনে রেখে ২৫ মিলিয়ন গাছের এক সবুজ মহানগরী গড়ার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে ডিএনসিসির তত্ত্বাবধানে গত ২ বছর ধরে ‘সবুজ ঢাকা’ কার্যক্রম চলছে। ‘সবুজ ঢাকা’ কার্যক্রমের উপদেষ্টা প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ তারিক হাসান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান এবং এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর কৃষিবিদ বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রিংলা-সাঈদ খোকন বৈঠক ॥ ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শিংলা। সোমবার নগর ভবনে এ বৈঠকে শ্রিংলা বলেন, ঢাকা দক্ষিণের নাগরিক সেবা বৃদ্ধিতে দিল্লী পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি উন্নয়নের অংশীদার হিসেবে ঢাকার সঙ্গে থাকতে পারা গর্বের বলে মনে করেন। এছাড়া ৪ ও ৫ নবেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য এ্যাডভান্সিং দ্য গ্লোবাল ট্রানজিশন টু এনার্জি এফিসিয়েন্সি এস দি ফাস্ট ফুয়েল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে মেয়রকে আমন্ত্রণ জানান। বৈঠকে মেয়র সাঈদ খোকন হাইকমিশনারকে আন্তরিক অভিবাদন জানিয়ে বলেন, ঢাকা ও দিল্লীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি প্রায় একই রকম। উভয় দেশই অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধি তথা জীবনমান উন্নয়নে গর্বিত অংশীদার হতে পারে।
×