ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪১, ১ নভেম্বর ২০১৬

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ব্যাংকে তথ্য প্রযুক্তির ব্যবহার নিম্নোক্ত কোন ক্ষেত্রে হয়? ক) অনলাইন ব্যাংকিং খ) হোম ব্যাংকিং গ) লেনদেনের সংরক্ষণ ঘ) সবগুলো ২. মৎস চাষ কোন শিল্পেরঅন্তর্গত? ক) উত্তোলন খ) যৌগিক গ) প্রজনন ঘ) নির্মাণ ৩. ভোক্তা সমবায় সমিতিরপ্রধান সুবিধা কী? ক) ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ খ) চাহিদানুযায়ী পণ্য সংগ্রহ গ) দেমেরঅর্থনৈতিক উন্নয়ন ঘ) সমিতিকে ঋণদান ৪. শেয়ারবাজারেস্টক বা ঋণপত্র ক্রয় করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে - র. শেয়ারবাজারেতালিকাভুক্ত হতে হয় রর. কোম্পানির বৈশিষ্ট্য পরিবর্তন হতে হয় ররর. শেয়ারবাজারেরনিয়ম মানতে হয় নিচেরকোনটি সঠিক? ক) রওরর খ) ররওররর গ)রওররর ঘ) র,ররওররর ৫. ব্যবসায় পরিচালনায় সহায়তা প্রয়োজন কেন? ক) প্রতিযোগিতায় টিকে থাকতে খ) অধিক মুনাফা অর্জনে গ) একচেটিয়া বাজারসৃষ্টিতে ঘ) বিদেশি বিনিয়োগ বাড়াতে ৬. বাণিজ্য সৃষ্টি করে- রব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ রররূপগত উপযোগ রররস্থানগত উপযোগ নিচেরকোনটি সঠিক? ক) রওরর খ) রওররর গ) ররওররর ঘ) র, ররওররর ৭. একজন উদ্যোক্তা ব্যবসায় স্থাপনেরমাধ্যমে দূরকরতে পারে- র বেকারসমস্যা ররসম্পদেরস্বল্পতা রররস্বাধীনতা নিচেরকোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র,ররওররর ৮. “স্বয়ংক্রীয় নিকাশ ঘরসেবা” পাওয়া যায় নিচেরকোন পদ্ধতিতে? ক) ই-ব্যাংকিং খ) ই-রিটেইলিং গ) ই-কমার্স ঘ) ই-টিকেটিং ৯. সাবান তৈরি কোন ধরনের শিল্প? ক) বিশেষণমূলক শিল্প খ) যৌগিক শিল্প গ) প্রকিয়াগত শিল্প ঘ) গঠনমূলক শিল্প ১০. সাপটা চুক্তিতে কতটি দেশ স্বাক্ষরকরে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ১১. রাষ্ট্রীয় ব্যবসায়েরক্ষতি কে বহন করে? ক) ব্যবস্থাপকগণ খ) পরিচালকগণ গ) গ্রাহকগণ ঘ) সরকারি ১২. ব্যবসায় জগতে নিচেরকোনটি মহামূল্যবান দিক? ক) মূল্যবোধ খ) নৈতিকতা গ) ক + খ ঘ) নীতি ১৩. দীর্ঘমেয়াদে ফরমালডিহাইডেরসংস্পর্শে কাজ করলে ঘটতে পারে- ররক্তেরলিম্পোসাইট পরিবর্তন ররনাসিকা টিস্যুতে মিউটেটিভেরপ্রভাব রররশরীরেচর্ম প্রদাহ নিচেরকোনটি সঠিক? ক) রওরর খ) ররওরররগ) রওরররঘ) র, ররওররর ১৪. অগ্নিকান্ড, জাহাজ ডুবি, মূল্যহ্রাস বা অন্য কোনো দুর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী তা পূরণ করারমাধ্যমে কোনটি সংঘটিত হয়? ক) চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয় খ) বিমা চুক্তি শুরু হয় গ) ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয় ঘ) মুদ্রাস্ফীতি রোধ হয় ১৫. সম্পত্তিরআর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা কী? ক) পেটেন্ট খ) ট্রেডমার্ক গ) বাণিজ্য ঘ) বিমা ১৬. অনুকূল ব্যবসায়িক পরিবেশেরজন্য অত্যঅবশ্যকীয় উপাদান কোনটি? ক) জনগণ খ) সরকারগ) সার্বভৌমত্ব ঘ) অর্থনৈতিক ১৭. বর্তমানে খাদ্যদ্রব্য উৎপাদন ওসংরক্ষণে ব্যবহৃত হচ্ছে - র. রাসায়নিক সার রর. কীটনাশক ররর.প্রিজারভেটিভ নিচেরকোনটি সঠিক? ক) রওরর খ)ররওররর গ)রওররর ঘ)র, ররওররর ১৮. শ্রমিকদেরপ্রতি ব্যবসায়েরদায়িত্বেরআওতাভুক্ত - র. চাকরিরনিরাপত্তা প্রদান রর. প্রশিক্ষণেরব্যবস্থা করা ররর. উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিচেরকোনটি সঠিক? ক) রওরর খ) ররওররর গ)রওররর ঘ) র, ররওররর ১৯. আইনানুযায়ী পেটেন্ট কী রূপ? ক) নবায়নযোগ্য খ) নবায়নযোগ্য নয় গ) ক্ষেত্রবিশেষে নবায়নযোগ্য ঘ) ক্ষেত্রবিশেষে নবায়নযোগ্য নয় ২০. সমবায় সংগঠনকে বার্ষিক মুনাফা থেকে শতকরা কত ভাগ সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়? ক) ৫% খ) ১০% গ) ১৫% ঘ) ২০%
×