ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাছধরা নিষিদ্ধের সময় শেষ হওয়ার দু’দিন আগে চাল বিতরণ

প্রকাশিত: ০৬:২৮, ১ নভেম্বর ২০১৬

মাছধরা নিষিদ্ধের সময় শেষ হওয়ার দু’দিন আগে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় সাগরে জাল ফেলা নিষিদ্ধ ১২ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোকে ২০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত হয় অনেক আগেই। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই চাল বিতরণ শুরু হতেই নিষেধাজ্ঞার সময় শেষ। চাল পৌঁছাতে এত বিলম্ব কেন সেই প্রশ্ন জেলেদের। চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় চাল বিতরণ। কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডাঃ আফছারুল আমীন। প্রথম দিনে দক্ষিণ কাট্টলী এলাকায় বিতরণ করা হয় চাল। পরবর্তীতে আনন্দবাজার, উত্তর কাট্টলীসহ অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের মাঝে চাল বিতরণ হবে। এদিকে এত বিলম্বে চাল বিতরণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সাগরে মাছধরা নিষিদ্ধ ঘোষণা করা হয় ১২ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে মৎস্যজীবীরা যেন কষ্টের মধ্যে না পড়েন সে জন্যই খাদ্য সাহায্য হিসেবে পরিবারপ্রতি ২০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কষ্টের সেই সময় প্রায় শেষ। ফের মাছধরা শুরু হতে আর দেরি নেই। আগামীকাল বুধবার বিকেলেই সাগরে ফের নামছে মাছধরার নৌকা, ট্রলার ও জাল। না’গঞ্জে সাত খুন মামলা ॥ পরবর্তী তারিখ ২৩ নবেম্বর নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩১ অক্টোবর ॥ আলোচিত সাত খুনের দু’টি মামলার আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ পড়ে শোনানো শেষ হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ১৯ আসামিকে অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন। এর মধ্যে ১৪ জন নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থনে কোন সাফাই সাক্ষী বা লিখিত বক্তব্য না দিয়ে বিচারকের কাছে ন্যায় ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। অপর ৫ আসামি নিজেদের নির্দোষ দাবির পাশাপাশি নিজেদের পক্ষে সাফাই হিসেবে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য বিচারকের কাছে উপস্থাপন করেন। পরে আদালত আগামী ২১ নবেম্বর যুক্তি-তর্কের পরবর্তী তারিখ ধার্য করে।
×