ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স ১ম পর্র্বে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৬:২৫, ১ নভেম্বর ২০১৬

মাস্টার্স ১ম পর্র্বে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্র্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় আগামী ৩ নবেম্বর (সোমবার) রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ww(w.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকে জানা যাবে। বিদ্যুত সংযোগ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩১ অক্টোবর ॥ রবিবার রাতে সদর উপজেলার চরভূতা হতে মেঘনা বাজার পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার এলাকায় ২৫৫ গ্রাহকের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। এ উপলক্ষে স্থানীয় ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনির সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুত সমিতির জিএম শাহজাহান কবির, শাহআলম, হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ৫৪ লাখ ৪০ লাখ টাকা ব্যয়ে উক্ত বিদ্যুতলাইনের কাজ সম্পন্ন করা হয়। বানর নিয়ে বিপাকে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ অক্টোবর ॥ ভারত থেকে আসা একটি বানর নিয়ে দারুণ বিপাকে পড়েছে কলমুডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা। বিষয়টি নিরসনের জন্য বন বিভাগের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে বানরটি কোন কিছুই না খেয়ে দু’দিন ধরে বিজিবি ক্যাম্পে অবস্থান করছে। জানা গেছে, রবিবার দুপুরে বলদিয়া ঘাট গ্রামে ভারত থেকে এসে একটি বানর। গ্রামের দুষ্ট প্রকৃতির কিছু ছেলে দেখতে পেয়ে বানরটিকে তাড়া করলে কয়েকজনের হাত-পায়ে কামড়ে দেয়। এতে লোকজনও বস্তা দিয়ে বানরটিকে ধরে মারপিট করে।
×