ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৩, ১ নভেম্বর ২০১৬

শ্রীপুরে চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার এক যুবককে আটক করেছে পুলিশ। গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আটককৃতের নাম বোরহান উদ্দিন। সে শ্রীপুরের হ্যামস্ পোশাক কারখানার শ্রমিক ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামের ওমর ফারুকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় স্ত্রী ও ৪ বছর বয়সের শিশু কন্যাকে নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় হ্যামস্ পোশাক কারখানায় কাজ করেন নেত্রকোনার রব মিয়া। একই পোশাক কারখানার কর্মী বোরহান একই বাড়িতে ভাড়ায় বসবাস করে। বোরহান রব মিয়ার ওই শিশু মেয়েকে বিভিন্ন সময় আদর করে কোলে নিত। বোরহানকে মামা বলে ডাকত শিশুটি। রবিবার সন্ধ্যায় আদর করার ছলে বোরহান ওই শিশুকে বাসা থেকে কোলে তুলে বাড়ির পাশের একটি কচু ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে সেখান থেকে বোরহান শিশুটিকে বাড়িতে রেখে যায়। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সোমবার ভোরে শিশুটি প্রস্রাব করতে গিয়ে গোপনাঙ্গে প্রচ- ব্যথা অনুভব করে। এ সময় শিশুটি তার মাকে জানায় বোরহান মামা তাকে সেখানে ব্যথা দিয়েছে। পরে অসুস্থ ওই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ধর্ষণের চেষ্টার বিষয়টি প্রকাশ পায়। কোস্টগার্ড পূর্ব জোনে যুক্ত দুই অত্যাধুনিক জাহাজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বহরে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক জাহাজ। ইতালি থেকে কেনা জাহাজ দুটি বুধবার চট্টগ্রামের কর্ণফুলী জেটিতে এসে পৌঁছবে। জাহাজ দুটি সংযোজনের ফলে জলসীমার নিরাপত্তা ও চোরাচালান রোধে কোস্টগার্ডের কার্যক্রমে গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। কোস্টগার্ড সূত্রে জানানো হয়, ইতালি হতে কেনা চারটি জাহাজ যুক্ত হচ্ছে বহরে। জাহাজ চারটির নামকরণ হয়েছে জাতীয় চার নেতার নামে। এর মধ্যে পূর্ব জোনে যুক্ত হচ্ছে সিজিএস তাজউদ্দীন ও সিজিএস সৈয়দ নজরুল। জাহাজ দুটি আগামী বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৫নং ঘাটসংলগ্ন কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় পৌঁছবে। এ উপলক্ষে পূর্ব জোনের উদ্যোগে বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছে।
×