ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৯ বিশ্বকাপে খেলবেন ধোনি!

প্রকাশিত: ০৬:০০, ১ নভেম্বর ২০১৬

২০১৯ বিশ্বকাপে খেলবেন ধোনি!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ সালে। বর্তমানে ৩৫ পেরোনো মহেন্দ্র সিং ধোনির বয়স হবে তখন ৩৮ বছর। ভারতের রঙিন পোশাকের অধিনায়ক সেই বিশ্বকাপে খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আশিষ নেহরাসহ অনেকে। দেশটির সাবেক তারকা কিরণ মোরে, এক সময়ের নির্বাচক বিক্রম রাঠোরও আছেন সেই দলে। নেহরা বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনির বয়স ৩৮-এর কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু এখনকার দিনে বয়স কোন বিষয় না। পাকিস্তানের ইউনুস খান, মিসবাহ-উল-হকের দিকে তাকালে দেখা যাবে তারা প্রায় ৪০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ধোনির বিষয়ে বলতে হয় সে এখন যথেষ্ট ফিট। বিদায়ের কোন কারণই আমি দেখি না। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সে প্রায় দুই মাসেরও বেশি সময় হাতে পাচ্ছে। আশা করছি আরও বেশি ফিট হয়ে সে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।’ সাবেক নির্বাচক বিক্রম রাঠোরও ধোনির খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন, ‘ধোনি চাইলে অবশ্যই খেলতে পারবে। তার ফিটনেসও যথেষ্ট ভাল আছে। বরং আগের থেকে সে বেশি ফিট!’ সাবেক উইকেটরক্ষক কিরণ মোরে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেস সবচেয়ে বড় নিয়ামক। কিন্তু ধোনিকে সেই বিষয়টি নিয়ে মোটেই চিন্তা করতে হয় না। ২০১৯Ñএ ওর খেলার যথেষ্ট সম্ভাবনা থাকবে।’ মালুর বক্তব্যে বাবুলের তীব্র নিন্দা স্পোর্টস রিপোর্টার ॥ গত ২৩ অক্টোবর দৈনিক জনকণ্ঠের খেলার পাতায় ‘প্রকৃত সংগঠকদের অবমূল্যায়নেই দেশের ফুটবলের এই দুরবস্থা’-শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মনজুর হোসেন মালুর দেয়া সক্ষাতকারের এক জায়গায় যে বক্তব্য তিনি প্রদান করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল। মালুর বক্তব্যকে অশালীন, মিথ্যা, সভ্যতা বিবর্জিত ব্যক্তিগত আক্রমণ হিসেবে মনে করছেন বাবুল। এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মালু হীনমন্যতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন বাফুফে সদস্য, বাংলাদেশ খে খো ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল। প্রতিবাদ লিপিতে বাবুল জানান, স্বনাম খ্যাত সংগঠক হিসেবে নিরলসভাবে ক্রীড়াঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় মালুর গাত্রদাহ হয়েছে। এটা সহ্য না হওয়ায় মালুর ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি। যা দুঃখজনক এবং তার দীর্ঘ সফল ক্রীড়া সংগঠক জীবনের সুনাম ক্ষুণœœ করা হয়েছে বলে মনে করছেন তিনি। মালুর বক্তব্যকে নির্লজ্জ হিসেবে চিহ্নিত করে তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে মালুকে এ ধরনের অশালীন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আজ দেশে ফিরছে হকি দল স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানিতে অনুশীলন ক্যাম্প এবং পোল্যান্ড ও অস্ট্রিয়ায় একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে মঙ্গলবার দেশে ফিরছে জাতীয় হকি দল। দুপুর ১২টায় জিমি-চয়নদের ঢাকায় এসে পৌঁছানোর কথা। রবিবার অস্ট্রিয়া যুবদলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে হকি দল ফিরে গেছে জার্মানিতে। শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারে ২-১ গোলে। এছাড়া অস্ট্রিয়া যুবদলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে একটি ড্র এবং দুটিতে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-৩ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে হারে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ হকি দল পোল্যান্ডে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলে। সেখানে তিনটিতে ড্র এবং দুটিতে হারে বাংলাদেশ। উল্লেখ্য, আগামী ১৯-২৭ নবেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। এ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের জার্মানিতে এই কন্ডিশনিং ক্যাম্প। ঢাকায় ফেরার পর আরও কয়েকদিন অনুশীলন করে হংকং চলে যাবে দল। ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লীগ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লীগের খেলা আগামী বৃহস্পতিবার বেলা ৩টা থেকে দাবা ফেডারেশনের দাবা কক্ষে শুরু হবে। সব দলের জন্য এ দাবা লীগে অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী দাবা দলগুলোকে আগামী বুধবারের মধ্যে নির্ধারিত এন্ট্রি ও রেজিস্ট্রেশন ফিসহ দলের নাম জমা দিতে হবে। শীর্ষস্থানপ্রাপ্ত ২টি দল ২০১৭ সালের প্রথম বিভাগ দাবা লীগে অংশ নেয়ার সুযোগ পাবে। এছাড়া চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা, রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। সোমবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। ক্রেমারের সেঞ্চুরি হারারে টেস্টে স্পোর্টস রিপোর্টার ॥ হারারে টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন গ্রায়েম ক্রেমার। সোমবার তৃতীয় দিন এ রিপোর্ট লেখার সময় অধিনায়কের অপরাজিত ১০২ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৭৩ রান সংগ্রহ করেছে তার দল জিম্বাবুইয়ে। স্বাগতিকরা পিছিয়ে ১৬৪ রানে। আর ৫৩৭ রানে অলআউট হয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জিম্বাবুইয়ের হয়ে পিটার মুর ৭৯ রানের কার্যকর হাফসেঞ্চুরি উপহার দেন। তবে ৮ নম্বরে নামা ক্রেমারের ইনিংসটি সত্যি অনন্য। শেষ ব্যাটসম্যান ক্রিস এমপুফুকে নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, অথচ ১৪ টেস্টে জিম্বাবুইয়ান অলরাউন্ডারের একটি হাফসেঞ্চুরিও নেই!
×