ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ আসছেন ফিফার চার প্রতিনিধি

প্রকাশিত: ০৬:০০, ১ নভেম্বর ২০১৬

আজ আসছেন ফিফার চার প্রতিনিধি

স্পোর্টস রিপোর্টার ॥ বাফুফের পরিকল্পনা পর্যবেক্ষণ ও ফিফার নির্দেশনা দেখাতে মঙ্গলবার বিকেলে ঢাকা আসছেন ফিফার চার প্রতিনিধি। দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক জার্মান কোচ অটো ফিস্টারের ছেলে মাইক ফিস্টার। তিনি ফিফার জ্যেষ্ঠ উন্নয়ন ব্যবস্থাপক। আরও আছেন আঞ্চলিক উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণ, টেকনিক্যাল কর্মকর্তা ভিনসেন্ট সুব্রামানিয়াম ও নুরিয়াম। পাঁচ দিনের সফরে তারা বাফুফে নীতি নির্ধারক, ক্রীড়া মন্ত্রণালয়, পৃষ্ঠপোষক, পেশাদার লীগের ক্লাব ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। গত মেতে মেক্সিকোতে কংগ্রেসে ফুটবল উন্নয়নে সব দেশকে বার্ষিক অনুদানের আড়াই লাখ ডলারকে বাড়িয়ে দ্বিগুণ করেছিল ফিফা। এছাড়া ৩ বছরে প্রকল্পভিত্তিক সাড়ে ৭ লাখ করে মোট সাড়ে ২২ লাখ ডলার দেবে ফিফা। এই অর্থ নিতে ফিফাকে অবশ্যই প্রকল্প দেখাতে হবে। দেশের ফুটবল অবকাঠামো ঢেলে সাজাতে পরিকল্পনা প্রণয়ন-বাস্তবায়নে টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পদে ব্রিটিশ পল স্মলিকে নিয়োগ দিয়েছে বাফুফে। তৃণমূলে জোর দিয়ে সাড়ে ৩ বছরের পরিকল্পনা সাজানো হয়েছে। ভবিষ্যত ফুটবল উন্নয়নের সম্ভাব্যতা তুলে ধরতে প্রকল্পে তৃণমূলে বয়সভিত্তিক চর্চা, জাতীয় দল ও নারী ফুটবলে জোর দিয়েছে বাফুফে। আছে বাফুফে ভবনে আধুনিক জিম, খেলোয়াড়দের জন্য ডরমেটরি ও ফুটবল একাডেমি। প্রকল্প যাচাই করে প্রতিনিধি দল রিপোর্ট দিলেই ছাড় হবে অনুদানের অর্থ। উত্তরা হকি ক্লাবের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে শুরু হয়েছে ১১ দলের অংশগ্রহণে ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগ।’ ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবারের খেলায় উত্তরা হকি ক্লাব ৭-০ গোলে শিশুকিশোর সংঘকে এবং অপর ম্যাচে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে বর্ণক সমাজকে হারায়। লীগে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল উন্নীত হবে প্রিমিয়ার ডিভিশন হকি লীগে। তবে প্রথম বিভাগের কোন দলকেই অবনমিত হতে হবে না। কারণ হিসেবে হকি ফেডারেশন জানিয়েছেÑ ক্লাবগুলোর আর্থিক দুরাবস্থা এবং প্রিমিয়ার বিভাগের দলসংখ্যা বাড়াতেই এই উদ্যোগ। তার মানে আগামী মৌসুমে অনুষ্ঠিতব্য প্রিমিয়ার বিভাগ হকিতে দলের সংখ্যা বেড়ে ১২ থেকে ১৪ হবে। এছাড়া প্রথম বিভাগ হকি লীগে অংশ নেয়া দেশীয় খেলোয়াড়দের খেলার মান বৃদ্ধির জন্য এই লীগে বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।
×