ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ রাতে আবার মুখোমুখি ম্যানসিটি-বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৫৯, ১ নভেম্বর ২০১৬

আজ রাতে আবার মুখোমুখি ম্যানসিটি-বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগের ম্যাচের আগে কথার লড়াই জমেছিল বেশ। কিন্তু মাঠের লড়াইয়ে বার্সিলোনার কাছে পাত্তাই পায়নি ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে ‘সি’ গ্রুপে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল পেপ গার্ডিওলার সিটি। ন্যুক্যাম্পে শিষ্যের কাছে ওই হারের দাগটা হয়ত এখনও শুকোয়নি গার্ডিওলার। এরই মধ্যে আরেকবার মুখোমুখি হচ্ছেন তারা! আজ রাতেই যে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি ও বার্সিলোনা। সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটির আগে একে অপরকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্ডিওলা ও বার্সার সেরা তারকা মেসি। গার্ডিওলা সাবেক শিষ্য মেসির সামর্থ্য বোঝাতে দারুণ উপমা দিয়েছেন। ম্যানচেস্টার সিটির কোচ জানান, তার সাবেক শিষ্যের ‘এক্স-রে ভিশন’ আছে। যেটা দিয়ে সে দ্রুতই মাঠে সতীর্থদের অবস্থান বুঝে নেয়। বার্সার কোচ থাকায় সময় মেসিকে খুব কাছ থেকে দেখেছেন গার্ডিওলা। দেখেছেন, মাঠে মেসি সতীর্থ ও প্রতিপক্ষ ফুটবলারদের অবস্থান কত দ্রুত বুঝতে পারে। আর্জেন্টাইন তারকার প্রশংসা করে গার্ডিওলা বলেন, মাঠের প্রতিটি জায়গা, প্রতিটি মুহূর্ত মন দিয়ে এক্স-রে করে খেলে মেসি। দেখে মনে হয়, সে হাঁটছে। মনে হবে সে একা-বিচ্ছিন্ন। কিংবা যখন সে দেখে ডিফেন্ডাররা তার ওপর নজর রাখছে, সে নিজের মতো করে জায়গা বের করে নেয়। স্প্যানিশ কোচ আরও বলেন, দেখে মনে হয় মেসি চারপাশে হাঁটাহাঁটি করছে এবং স্পেনের লীগে সম্ভবত সেই সবচেয়ে কম দৌড়ায়। কিন্তু বল যখন তার পায়ে আসে, মুহূর্তের মধ্যে সময় আর স্থানের পুরো এক্স-রে তার জানা হয়ে যায় যে কে কোথায় আছে। এরপর ... ! সাবেক শিষ্যের প্রশংসা করলেও এবার ইতিহাদে তাকে থামাতে চান বলে জানিয়েছেন গার্ডিওলা। সুযোগ পেলেই মেসির প্রশংসায় পঞ্চমুখ হন গার্ডিওলা। যে প্রমাণ আরও একবার রেখেছেন তিনি। এবার সাবেক গুরুর সাফল্য কামনা করেছেন মেসি নিজেও। চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে মেসি জানান, তার বিশ্বাস স্প্যানিশ এই কোচের অধীনে আরও উন্নতি করে সাফল্য পাবে ম্যানসিটি। কোচ হিসেবে বার্সিলোনাকে রেকর্ড সাফল্য এনে দেয়া গার্ডিওলা জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ ঘুরে চলতি মৌসুমেই দায়িত্ব নিয়েছেন সিটির। মেসিদের সঙ্গে ১৪ শিরোপা জেতা গার্ডিওলা বেয়ার্নের হয়ে জেতেন সাতটি শিরোপা। সিটির হয়েও শুরুটা দুর্দান্ত হয় তার। কিন্তু সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না গার্ডিওলার। তবে গার্ডিওলার সাফল্যের বিষয়ে আশাবাদী আর্জেন্টাইন অধিনায়ক। মেসি বলেন, সিটি দারুণ একটি দল। সব সময় তারা ভাল দল এবং প্রতিবছর আমরা তাদের বিপক্ষে খেলি। কিন্তু এখন পেপকে পেয়ে তারা আরও উন্নতি করবে। আজকের ম্যাচে চোটের কারণে সিটির বিপক্ষে মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাকে পাচ্ছে না বার্সিলোনা। এ নিয়ে কিছুটা দুর্ভাবনা থাকলেও মেসি দল নিয়ে আত্মবিশ্বাসী। বলেন, আমরা সবাই ভাল অবস্থায় আছি এবং আমরা খুব আত্মবিশ্বাস নিয়ে আসছি।
×