ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুধবার ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে ইংল্যান্ড ক্রিকেট দল

স্টোকসের জরিমানায় হতাশ ইংলিশ অধিনায়ক কুক

প্রকাশিত: ০৫:৫৮, ১ নভেম্বর ২০১৬

স্টোকসের জরিমানায় হতাশ ইংলিশ অধিনায়ক কুক

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র তিনদিনেই মিরপুর টেস্টে হেরে গেছে সফরকারী ইংল্যান্ড। বাংলাদেশের অনেক আগে থেকেই জিম্বাবুইয়ে টেস্ট মর্যাদা পেলেও এখন পর্যন্ত তাদের কাছে টেস্টে হারেনি তারা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে দশম টেস্ট খেলতে নেমেই নির্মম পরাজয় দেখল তারা। সেটাও পাঁচদিনের ম্যাচে মাত্র তিনদিনে। এ কারণেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন অলরাউন্ডার বেন স্টোকস। সাব্বির রহমান রুম্মানের সঙ্গে রবিবার তৃতীয় দিনে সকালের সেশনে তর্কে লিপ্ত হয়েছিলেন। সেটার খেসারত হিসেবে ম্যাচ ফির ১৫ ভাগ কর্তন করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। তবে এই জরিমানা ও শাস্তির জন্য দারুণ হতাশ হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এ্যালিস্টার কুক। দলের আগাম পরাজয়ে এমনিতেই দুঃসহ বেদনায় আছে ইংলিশ ক্রিকেট দল। এর মধ্যে স্টোকসের বিষয়টি মানতে পারছেন না তিনি। আর হোটেলেই বন্দী থাকতে হবে আরও দু’দিন। কারণ ২ তারিখে ভারত যাওয়ার ফ্লাইট বুক করা আছে। সবমিলিয়ে ইংলিশরা আছে দারুণ ফ্যাসাদে। এবার বাংলাদেশ সফরের শুরু থেকেই আলোচনায় আছেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস। ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরা হয়েছেন। কিন্তু আচরণগত কারণে হয়েছেন তীব্র সমালোচিত। ওয়ানডে সিরিজেও তিনি সাব্বির, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে বিতর্কে জড়িয়ে আইসিসির সতর্কবার্তা পেয়েছিলেন। ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছিল। ম্যাচশেষে হ্যান্ডশেকের সময়ও তামিম ইকবালের সঙ্গে বাগ্বিত-ায় জড়ান তিনি। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের সময়ও আচরণের পরিবর্তন হয়নি। তবে প্রথম টেস্টে সাব্বিরের সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা চালান। হেলমেটে আঘাত পাওয়ার পরদিনই খোঁজ নিয়েছেন সাব্বিরের। ম্যাচের চতুর্থ ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে যাওয়ার পর অপরাজিত ব্যাটসম্যান সাব্বিরের কাছে এসে সান্ত¡নাও দিয়েছেন। সেই স্টোকসই সফরের শেষ ম্যাচে আবার তর্কে জড়ালেন সাব্বিরের সঙ্গে। রবিবার ম্যাচের তৃতীয় দিন সকালে আবারও তার সঙ্গে স্টোকস বাগ্বিত-ায় জড়ান। দুই আম্পায়ার থামতে বললেও শোনেননি ইংলিশ অলরাউন্ডার। অধিনায়ক কুককে তাই আম্পায়াররা পরামর্শ দেন যাতে স্টোকস এমন আচরণ আর না করে। পরে তাকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। এমন ঘটনায় হতাশা গোপন রাখতে পারেননি ইংলিশ অধিনায়ক কুক। তিনি বলেন, ‘সাব্বির ও স্টোকস দুজনেই খেলার ধারায় প্রতিযোগিতায় মেতে ছিলেন। আমার কাছে বিষয়টি হতাশাজনকই লেগেছে। কারণ দুজনেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটার। আর এমন বিষয়গুলো লোকজন ভালবাসে, দেখতে পছন্দ করে। আমার কাছে মনে হয় অনেক সময় আম্পায়াররা দ্রুতই নিজেদের জড়িয়ে ফেলেন। আর তখনই এটা প্রয়োজনের তুলনায় আরও তাতিয়ে দেয়।’ দলের পরাজয়, স্টোকসের জরিমানা সবকিছু মিলিয়ে যেন কাঁটা ঘায়ে নুনের ছিঁটের মতো হয়ে গেছে ইংল্যান্ড দলের। দুঃসহনীয় হয়ে উঠেছে এখন বাংলাদেশের মাটি। কিন্তু তবু বুধবারের আগে ঢাকা ছাড়তে পারছেন না তারা। কারণ দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার কথা মঙ্গলবার। পরদিনই মুম্বাইয়ে যাওয়ার ফ্লাইট ঠিকঠাক করে রেখেছিল ইংলিশরা। কিন্তু দুই দিন আগেই সিরিজ শেষ হয়ে যাওয়াতে এখন হোটেলে বন্দী থাকা ছাড়া উপায় নেই কুকদের। ভারত সফরে ৫ টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড।
×