ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সতীর্থদের সতর্কবার্তা বুফনের

প্রকাশিত: ০৫:৫৭, ১ নভেম্বর ২০১৬

সতীর্থদের সতর্কবার্তা বুফনের

স্পোর্টস রিপোর্টার ॥ গত পাঁচ বছর ধরেই ইতালিয়ান সিরি এ লীগের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এবার টানা ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি তাদের। সেই লক্ষ্য নিয়েই ছুটছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। এখন পর্যন্ত ইতালিয়ান সিরি এ লীগের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। মৌসুমের প্রথম ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ সর্বোচ্চ ২৭ পয়েন্ট। তবে সিরি এ লীগে নিজেদের শেষ ম্যাচে নেপোলির বিপক্ষেই পয়েন্ট হারাতে যাচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত গঞ্জালো হিগুয়েইনের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। আর এই ম্যাচের পরই সতীর্থদের সতর্কবার্তা দিয়ে দিলেন ক্লাবটির অধিনায়ক জিয়ানলুইজি বুফন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এটি আমাদের দারুণ এক জয়। যা আমাদের মানসিকভাবে আরও এগিয়ে যেতে সহায়তা করবে। তবে নেপোলি আমাদের ঠিকই ভুগিয়েছে। যে কারণে আমাদের নিশ্চিত আরও উন্নতি করতে হবে। এবং কোচের নির্দেশনা অনুযায়ী চলতে আমরা এখনও অনুশীলন মাঠে কঠোর সংগ্রাম করে যাচ্ছি।’ ইতালির কিংবদন্তি গোলরক্ষক হিসেবেই বিবেচিত জিয়ানলুইজি বুফন। বয়সে আটত্রিশকে ছাড়িয়ে গেছেন তিনি। কিন্তু বয়সের ফ্রেমে নিজেকে বেঁধে রাখতে নারাজ এই ইতালিয়ান। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই বয়সেও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। বিশ্বফুটবলের অভিজ্ঞ গোলরক্ষক বুফন তার ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন। ইতালির ২০০৬ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। এছাড়া ২০০১ সালে পার্মা থেকে গোলরক্ষকের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে জুভেন্টাসে আসার পর জিতেছেন সাতটি সিরি এ। কিন্তু না পাওয়ার একটা আফসোস এখনও আঘাত করে তার হৃদয়ে! গত বছর স্প্যানিশ ক্লাব বার্সিলোনার কাছে ফাইনালে না হারলে ছোঁয়া হয়ে যেত অধরা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাটিও। তবে এখনই যে আশা ছেড়ে দিয়েছেন তা কিন্তু নয়। সেজন্য দলের সতীর্থদের পারফর্মেন্সকে আরও উন্নতি করার আহ্বান জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জিয়ানলুইজি বুফন বলেন, ‘নৈতিকভাবে আমরা এখন অনেক এগিয়ে সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি আবার বলব যদি এই মৌসুমে আমরা ভাল করতে চাই বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে সেক্ষেত্রে আমাদের খেলার মান আরও বৃদ্ধি করতে হবে।’ এই মুহূর্তে বুফনের বয়স উনচল্লিশ ছুঁই ছুঁই। তাই তাকে ঘিরে বিদায়ের প্রশ্ন উঠাটাই স্বাভাবিক। তবে বুফন অবশ্য ফুটবলকে বিদায় বলার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপটি খেলেই ফুটবলকে বিদায় বলবেন তিনি। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমি ২০১৮ বিশ্বকাপটি খেলার চেষ্টা করব, তারপর হয় তো দরজা বন্ধ করার সময় এসে যাবে। নিশ্চিতভাবে ২০১৮ বিশ্বকাপটাই আমার শেষ হবে।’ অনেক ফুটবলারেরই আদর্শ বুফন। তাকে আদর্শ মেনে জিয়ানলুইজি বুফন ফুটবল থেকে অবসর গ্রহণ না করা পর্যন্ত নিজের গ্লাভস তুলে না রাখার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। বয়সের দিক থেকে বুফনের চেয়ে তিন বছরের ছোট ক্যাসিয়াস। তারও সুযোগ আছে বর্তমান ক্লাব পোর্তোর সঙ্গে চুক্তিটিকে ২০১৮ সাল পর্যন্ত করার। তবে বুফন অবসরে না যাওয়া পর্যন্ত অবসর গ্রহণের কোন পরিকল্পনা নেই ইকার ক্যাসিয়াসেরও। তার মতে, ‘সে (বুফন) নতুন একটি চুক্তি করেছে দেখে আমার খুবই খুশি লাগছে। কারণ আমিও তা করতে পারব। বিদায় নেয়ার আগে আমরা একটি চমৎকার ম্যাচের আয়োজন করতে পারি, যেখানে আমার সঙ্গে আমার বন্ধুরা এবং তার সঙ্গে তার বন্ধুরা খেলবে।’
×