ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্পিন বিস্ময় মিরাজ এক সিরিজ খেলেই ৩৩ নম্বরে, চার ধাপ এগিয়েছেন তামিম

রেটিং বেড়েছে বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৫৭, ১ নভেম্বর ২০১৬

রেটিং বেড়েছে বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ অভূতপূর্ব এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। আইসিসি র‌্যাঙ্কিং, শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে টেস্টে। ওয়ানডে ও টি২০ ক্রিকেটের পাশাপাশি এ জয়টাকে টেস্ট ক্রিকেটেও দলের উন্নতির হাওয়া লাগার লক্ষণ হিসেবে মনে করছেন অধিনায়ক মুশফিকুর রহীম ও ইংল্যান্ড অধিনায়ক এ্যালিস্টার কুকও তেমনটাই জানিয়েছেন। অবিস্মরণীয় এ জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ইংল্যান্ড র‌্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকায় সিরিজ ড্রয়ে রেটিং কমেছে তাদের। উল্টোটা ঘটেছে বাংলাদেশের জন্য। বড় দলকে হারিয়ে দেয়ায় রেটিং বেড়েছে ৮। ৬৫ রেটিং নিয়ে এখনও ৯ নম্বরে থাকলেও আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৬৭) চেয়ে মাত্র ২ রেটিংয়ে পিছিয়ে বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে বিস্ময়কর আবির্ভাব ঘটা ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ রকেটের গতিতে উঠে এসেছেন বোলিং র‌্যাঙ্কিংয়ের ৩৩ নম্বরে। অবশ্য দেশসেরা র‌্যাঙ্কিং সাকিব আল হাসানের। এ বাঁহাতি স্পিনার ১৫ নম্বরে। ব্যাটিংয়ে ৪ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তামিম ইকবাল। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ছিল অবিশ্বাস্য ও অবিস্মরণীয়। এই ইতিহাসের মূল রচয়িতা ছিলেন মিরাজ। ১৯ বছর বয়সী এ তরুণ দুই টেস্টে নিয়েছেন ১৯ উইকেট! প্রথম টেস্টে ৭ উইকেট নিতেই প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাম উঠেছিল মিরাজের। ৬১ নম্বরে ছিল নাম। পরের টেস্টে ইতিহাস ওলট-পালট করে দিয়ে বেশ কিছু রেকর্ড গড়েছেন উভয় ইনিংসে ৬ উইকেট করে দখলে নিয়ে। এ কারণেই রকেটের গতিতে উঠে এসেছে বোলিং র‌্যাঙ্কিংয়ের ৩৩ নম্বরে। ৪৬৩ রেটিং তার। তবে তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে। বোলিংয়ে বাংলাদেশের সেরা আছেন সাকিবই। এ সিরিজে মিরাজের কারণে ম্লান হলেও ১২ উইকেট নিয়েছেন। তবে অবস্থানের নড়চড় হয়নি, ৬৭২ রেটিং নিয়ে আছেন ১৫ নম্বরেই। বাংলাদেশের পক্ষে শীর্ষ বোলিং র‌্যাঙ্কিং এ তিনজনেরই। আর কেউ নেই সেরা পঞ্চাশে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৫ রেটিং যোগ করে ৪০৫ নিয়ে আগের অবস্থান দুই নম্বরেই আছেন সাকিব। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৪৫১ রেটিং নিয়ে শীর্ষে। ৯০০ রেটিং নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়েও শীর্ষে অশ্বিন। ব্যাটিংয়ে এগিয়েছেন তামিম আরও চার ধাপ। গত সপ্তাহে তিনি ছিলেন ২৪ নম্বরে। সেখান থেকে উঠে এসেছেন ২০ নম্বরে। তার রেটিং ৬৬৮। ক্যারিয়ারের সেরা রেটিং ছিল ৭০৭, ২০১০ সালে ইংল্যান্ড সফরের পর ওই অবস্থানে উঠেছিলেন তিনি। এবার সিরিজেও তিনি ৫৭.৭৫ গড়ে একটি সেঞ্চুরিসহ সর্বাধিক ২৩১ রান করেছেন। শীর্ষ পঞ্চাশে আর আছেনÑ এক ধাপ করে এগিয়ে ২৬ নম্বরে মুমিনুল হক (৬২৫), ২৭ নম্বরে সাকিব (৬০৩), ৫ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে অধিনায়ক মুশফিকুর রহীম (৫১৩) ও ৪৯ নম্বরেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ (৫০৩)। ব্যাটিং-বোলিংয়ে ব্যক্তিগত নৈপুণ্য দুর্দান্ত হওয়ার ছাপ পড়েছে দলের নৈপুণ্যে। এ কারণে একটি টেস্ট জিতে রেটিং ৮ বাড়িয়েছে বাংলাদেশ দল। আট নম্বরে থাকা ক্যারিবীয়দের ছুঁতে আর মাত্র ২ রেটিং পয়েন্ট প্রয়োজন টাইগারদের।
×