ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরু চরাচ্ছে পুলিশ

প্রকাশিত: ০৫:৫৪, ১ নভেম্বর ২০১৬

গরু চরাচ্ছে পুলিশ

বন্দুক হাতে খাকি পোশাক পরা পুলিশের কাজ কী হতে পারে? চোর, ডাকাত হোক বা খুনী, অপরাধীদের কব্জা করা, অপরাধ দমন করে সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়া। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুরে পুলিশকে এসব ছেড়ে করতে হচ্ছে অন্য কাজ। আর কী সেই কাজ শুনলে বেশ খানিকটা অবাকও হবেন। একদল গরু সঙ্গে নিয়ে সকাল ১০টায় মাঠে যাচ্ছেন নরসিংহপুরের পুলিশরা, সারাদিন গরু চরিয়ে আবার ফিরিয়ে আনছেন ঠিক বিকেল সাড়ে চারটায়। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল গোটেগাঁও থানার ইনচার্জ রাজু রজকের কাছে। তার কাছে জানা যায়, তিনদিন আগে শৌপুর থেকে সিবনিতে ১১০০টি গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল তিনজন। এরপর ওই তিনজনের বিরুদ্ধে গরু পাচারের মামলা দায়ের হয় এবং পাচারকারীদের জেলও হয়। কিন্তু, পাচারকারীদের শাস্তি হওয়ায় বিপত্তি বাড়ে পুলিশের। ওই গরুগুলো কোথায় রাখা হবে, আর কে-ই বা তাদের দায়িত্ব নেবে তা নিয়ে চিন্তায় মাথা খারাপ হওয়ার যোগাড়। অবশেষে কোন উপায় না থাকায় ১১০০টি গরুর দায়িত্ব এসে পড়ে পুলিশকর্মীদের ঘাড়ে। তাই অপরাধীদের ধাওয়া করার কাজ ছেড়ে পুলিশ এখন দৌড়াচ্ছে গরুর পেছনে। -এনডিটিভি অবলম্বনে।
×