ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দীপন হত্যার প্রধান হোতা মেজর জিয়া কোথায়?

প্রকাশিত: ০৫:৫৩, ১ নভেম্বর ২০১৬

দীপন হত্যার প্রধান হোতা মেজর জিয়া কোথায়?

শংকর কুমার দে ॥ প্রগতিশীল লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্ন মতাবলম্বীদের চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে আতঙ্ক সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক কমান্ডার সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া কোথায়? গুলশান হলি আর্টিজানে জঙ্গী হামলার মূল চক্রান্তকারীও বলা হচ্ছে মেজর জিয়াকেই। তার ষড়যন্ত্রেই ‘১৩ থেকে ’১৫ সাল পর্যন্ত দু’বছরে কুপিয়ে প্রগতিশীল লেখক, ব্লগার, প্রকাশকসহ ভিন্ন মতাবলম্বীদের নৃশংসভাবে হত্যা করা হয়। তাকে ধরিয়ে দেয়ার জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণার পরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের মালিক আহত আহমেদুর রশীদ টুটুলের ওপর হামলার দায় ঘুরেফিরেই সামনে আসছে মেজর জিয়ার নাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি একেএম শহীদুল হক বিভিন্ন সময়ে বলেছেন, মেজর জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মেজর জিয়ার নির্দেশ ও চক্রান্তে সব হামলা ও হত্যাকা-ের ছক কষে কার্যকর করেছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গীরা। ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত আনসারুল্লাহ সারাদেশে অন্তত ষোলটি হামলা চালায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই মাস আগে গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, মাস্টারমাইন্ড জিয়া ও তামিমসহ আরও কয়েকজন নজরদারিতে রয়েছে। সময়মতো তাদের আটক করা হবে। এর আগে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশ অভিযানে মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, তামিম চৌধুরীর চ্যাপ্টার শেষ। মেজর জিয়ার চ্যাপ্টারও শেষ হবে। এরপর সর্বশেষ গত ৭ অক্টোবর হিন্দু ধর্মাবলবম্বী এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গোয়েন্দা নজরদারিতে আছে মেজর জিয়া। গত ৬ আগস্ট পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি একেএম শহীদুল হক বলেছিলেন, ‘তারা (নিহত তামিম চৌধুরী ও মেজর জিয়া) নজরদারিতে আছে। পুলিশ অভিযানে তামিম চৌধুরী নিহত হলেও মেজর জিয়ার এখনও হদিস নেই। গত আগস্টে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, তারা (তামিম চৌধুরী ও মেজর জিয়া) ঢাকায় আছেন। এরই মধ্যে তামিম আহমেদ চৌধুরী নিহত হয়েছে। কিন্তু মেজর জিয়া কোথায় সেই প্রশ্নের উত্তর নেই।
×