ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আঞ্চলিক কমান্ডার নিহত

প্রকাশিত: ০৫:৫৩, ১ নভেম্বর ২০১৬

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জেএমবির  আঞ্চলিক কমান্ডার নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩১ অক্টোবর ॥ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আঞ্চলিক কমান্ডার টুলু মোল্লা (৩৩) নিহত হয়েছে। রবিবার গভীর রাতে কুষ্টিয়া শহরতলীর চালকল এলাকার কবুরহাটের পরিত্যক্ত একটি রাইস মিলের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত টুলু মোল্লা কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক মীর ছানোয়ার হোসেন ওরফে ছানা (৫৭) হত্যা মামলার আসামি ছিল। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩টি চাপাতি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হন। এ নিয়ে শুক্রবার থেকে গত চার দিনে কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাতসহ তিনজন নিহত হলো। এ বিষয়ে সোমবার বেলা ১১টায় খুলনা রেঞ্জের জিআইজি মনিরুজ্জামান কুষ্টিয়া পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গত ২০ মে হোমিও চিকিৎসক মীর ছানোয়ার হোসেন ওরফে ছানা হত্যাকা- সংঘটিত করে নব্য জেএমবির ৮ থেকে ৯ সদস্য। এ হত্যাকা-ের মূল নায়ক টুলু মোল্লা। সে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এছাড়া গুলশান হলি আর্টিজান, শোলাকিয়া, রাজশাহীতে বন্দুকযুদ্ধে মারা গেছে এ ঘটনায় জড়িত আরও চারজন। গত শনিবার পুলিশ ৪ জনকে গ্রেফতার করে আদালতে নিলে দুই জেএমবি সদস্যের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরই মধ্যে দুই জেএমবি সদস্য আজিজুল ও তাইজুদ্দিন কুষ্টিয়া আমলি আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। এ ঘটনায় মুসা ওরফে রবিন ওরফে তালহা নামের আরও এক জেএমবি সদস্যকে খুঁজছে পুলিশ। প্রেস ব্রিফিংকালে কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিমও উপস্থিত ছিলেন। পুলিশ সূত্র জানায়, রবিবার রাত আড়াইটার দিকে রিমান্ডে থাকা আসামি জেএমবি সদস্য আজিজুল হক, তাইজুদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল খাজানগর এলাকায় অভিযানে যায়। সেখানে কবুরহাট এলাকার সোবাহানের পরিত্যক্ত একটি রাইস মিলের কাছে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলির একপর্যায়ে জেএমবি ক্যাডাররা টিকতে না পেয়ে পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা একজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরে খোঁজ নিয়ে জানতে পারে নিহত ওই ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার টুলু মোল্লা। সে কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক মীর ছানোয়ার হোসেন ওরফে ছানা হত্যা মামলার অন্যতম আসামি। গত ২০ মে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরতলীর বটতৈলের শিশির মাঠ এলাকায় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে ছানাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক সাইফুজ্জামানের (৪০)। কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, গ্রেফতারকৃত ৩ জনের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযানকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত টুলু মোল্লা ছিল জেএমবির আঞ্চলিক কমান্ডার। তার বাড়ি খাজানগর এলাকায়।
×