ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে হকার উচ্ছেদ

অস্ত্র প্রদর্শনের দায়ে ছাত্রলীগ নেতা সাব্বির ও আশিক বহিষ্কার

প্রকাশিত: ০৫:৪৪, ১ নভেম্বর ২০১৬

অস্ত্র প্রদর্শনের দায়ে ছাত্রলীগ নেতা সাব্বির ও আশিক বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥ গুলিস্তানের ফুটপাথে সম্প্রতি হকার উচ্ছেদের সময় সংঘর্ষের মধ্যে যে দুই ছাত্রলীগ নেতার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল, তাদের বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সোমবার এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা হলেন- ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। সোমবার ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। তবে এই সিদ্ধান্তের কোন কারণ সেখানে দেখানো হয়নি। জানা গেছে, গত বৃহস্পতিবার গুলিস্তান আন্ডারপাস মার্কেট এলাকার ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। রাজধানীর গণপরিবহন চলাচলের অন্যতম প্রধান কেন্দ্র গুলিস্তানে সংঘর্ষকালে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট। সংঘর্ষের মধ্যে গোলাপী ফুলহাতা শার্ট পরা সাব্বিরকে রিভলবার উঁচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। সে সময় সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরা আশিকের হাতে দেখা যায় পিস্তল। সেই ছবি পরদিন সংবাদপত্রে ছাপা হয়। ছাত্রলীগের ওই দুই নেতা সেদিন হকারদের পক্ষে সংঘর্ষে অংশ নেয়ার সময় অস্ত্র উঁচানোর ছবি গণমাধ্যমে ফলাও করে ছাপা হওয়ায় তোলপাড় শুরু হয়। এ জন্য পরদিন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকেও সাংবাদিকদের প্র্শ্নবাণে পড়তে হয়। তখন তিনি বেশ দৃঢ়তার সঙ্গেই আশ্বস্ত করেন তিনি এর দায় নেবেন না। এ ছাড়া পত্রিকায় ছবি আসার পর ওই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির কোন কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে চাননি। তাদের একজন জানিয়েছেন, তারা এ বিষয়ে আইনী ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন। ছাত্রলীগ সূত্রে জানা যায়, এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বেশ বিব্রতকর অবস্থায় পড়ে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এরপর তাদের দুজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
×