ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেএসসি ও জেডিসি পরীক্ষা আজ শুরু

প্রকাশিত: ০৫:৪২, ১ নভেম্বর ২০১৬

জেএসসি ও জেডিসি পরীক্ষা আজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল দশটায় আটটি সাধারণ ও একটি মাদ্রাসা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী। শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রতিরোধে এবার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রথম দিন আজ জেএসসিতে বাংলা প্রথমপত্র ও জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় জানায়, এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষাতেই এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন ছাত্রী এবং ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ জন ছাত্র। এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৭৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ১০৭টি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১২৯টি বৃদ্ধি পেয়েছে। আগামী ১৭ নবেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা। বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজী প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা এবারও সৃজনশীল প্রশ্নে নেয়া হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। এক্ষেত্রে এসএসসির মতো দুটি অংশে আলাদা পাসের প্রয়োজন নেই। জেএসসির সময়সূচি ॥ ১ নবেম্বর বাংলা প্রথমপত্র, ২ নবেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নবেম্বর ইংরেজী প্রথমপত্র, ৬ নবেম্বর ইংরেজী দ্বিতীয়পত্র, ৭ নবেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে। ৮ নবেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নবেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১০ নবেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ নবেম্বর গণিত, ১৪ নবেম্বর হবে কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৫ নবেম্বর বিজ্ঞান, ১৬ নবেম্বর চারু ও কারু কলা, ১৭ নবেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত ও পালির পরীক্ষা হবে। জেডিসি সময়সূচি ॥ ১ নবেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নবেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নবেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অনিয়মিত), ৬ নবেম্বর ইংরেজী প্রথমপত্র, ৭ নবেম্বর ইংরেজী দ্বিতীয়পত্র, ৮ নবেম্বর বাংলা প্রথমপত্র, ৯ নবেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ১০ নবেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা, ১২ নবেম্বর গণিত, ১৩ নবেম্বর আরবি প্রথমপত্র, ১৪ নবেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৫ নবেম্বর সামাজিক বিজ্ঞান (অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৬ নবেম্বর বিজ্ঞান, ১৭ নবেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞানের পরীক্ষা হবে।
×