ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের

শেখ হাসিনাকে একটি বুলেট তাড়া করছে প্রতিনিয়ত

প্রকাশিত: ০৫:৪০, ১ নভেম্বর ২০১৬

শেখ হাসিনাকে একটি বুলেট তাড়া করছে প্রতিনিয়ত

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শেখ হাসিনার অর্জন বাংলাদেশের অর্জন। কিছু লোকের খারাপ আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেব না। দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হতে দেব না। তাই ফুলের মালা নয়, কাজে নেমে পড়ুন। অপকর্ম বন্ধ করে সংশোধিত হন। না হলে কাউকে ছাড় দেব না। সোমবার রাজধানীতে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ষড়যন্ত্র এখনও থামেনি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বুলেট তাড়া করছে প্রতিনিয়ত। তাই আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এই উন্নয়নে গোটা বিশ্ব রীতিমতো বিস্মিত। তাই তাঁর কিছু হলে উন্নয়ন-সমৃদ্ধির এই চলমান জোয়ার থেমে যাবে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে স্মার্ট আধুনিক টিমওয়ার্ক শুরু করছি। আর অহেতুক সময় নষ্ট করা যাবে না। তোরণ নির্মাণের দরকার নেই, নেতাদের জন্য ফুলের মালার দরকার নেই। নেতা আমাদের একজনই তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমরা সবাই তাঁর হাতে গড়া কর্মী। নেতাকর্মীদের উদ্দেশ করে সেতুমন্ত্রী আরও বলেন, হতাশ হবেন না, রাজনীতিতে লেগে থাকেন। একদিন না একদিন সুফল পাবেন। রাজনীতিতে ধৈর্য আর পরিশ্রমের বিকল্প নেই। আমাদের দিকে তাকান, এর সবচেয়ে বড় উদাহারণ আমি। নেত্রী ধৈর্য ও পরিশ্রম পছন্দ করেন। তিনি বলেন, ‘সম্মেলনের আগে সবাই আগ্রহ ছিল আশরাফ নাকি কাদের? তবে শেখ হাসিনার নেতৃত্বে ম্যাজিক্যাল পাওয়ার-আশরাফই আমার নাম প্রস্তাব করেছেন। এরপর কি আর কিছু লাগে? এটাই সম্মেলনের চমক। ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে করে আরও বলেন, চামচাগিরি করে সাময়িক মূল্যায়ন পাবেন, তবে সময় হলে এ মূল্যায়নের রঙিন বেলুন চুপসে যাবে। প্রকৃত কর্মীর মূল্যায়ন হবেই। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ২০১৯ সালে মেয়াদ পূর্তির ৩ মাস আগে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তাই হাতে আর বেশি সময় নেই। ফুলের মালা নয়, নেত্রী জনগণের সঙ্গে মেশা পছন্দ করেন। নেত্রীর লক্ষ্য ভিশন-২০২১। তা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের ৭ নবেম্বর ১২শ’ সৈন্যকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয়া হয়েছিল। তাই বিপ্লব দিবসের নামে বিএনপি কোন কর্মসূচী পালন করার চেষ্টা করলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ন্যক্করজনক হত্যাকা-ের সমর্থন করে কর্মসূচী দিলে তা কোনভাবেই আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না। জিয়াউর রহমানকে ১৫ আগস্টের নেপথ্যের নায়ক দাবি করে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নির্দেশনাতেই ৩ নবেম্বর জেল হত্যাকা- সম্পন্ন হয়েছিল। তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হলেই জাতি কলঙ্কমুক্ত হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ। বিএনপির মধ্যে নির্বাচনী ভীতি কাজ করছে- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করতে বিএনপির মধ্যে নির্বাচনী ভীতি কাজ করছে। তাই আগামী সব নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা যাচাই করতে বলেছেন তিনি। সোমবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুল সম্প্রতি জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী বলে যে বক্তৃতা দিয়েছেন, তা সঠিক নয়। সংবিধানের ৫৯ অনুচ্ছেদেই বিষয়টি সুষ্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
×