ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ নবেম্বর পর্যন্ত চলবে

সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর- স্লোগানে আজ আয়কর মেলা শুরু

প্রকাশিত: ০৫:৪০, ১ নভেম্বর ২০১৬

সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর- স্লোগানে আজ আয়কর মেলা শুরু

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৬। কর প্রদানের প্রতি ব্যক্তি শ্রেণীর করদাতাদের উৎসাহিত করতে মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাধারণ জনগণের করের টাকায় আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর’র নিজস্ব ভবনে আয়োজিত মেলা প্রাঙ্গণে প্রথমবারের মতো অনলাইনে আয়কর জমা ও বিবরণী দাখিল করা যাবে। জমা দেয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্রও পাওয়া যাবে অনলাইনে। করদাতাদের জন্য থাকছে শাটল বাস সার্ভিস- অফিসার্স ক্লাব, উত্তরা, রাজলক্ষ্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকা থেকে করদাতারা শাটল বাসে চড়ে মেলায় আসতে পারবেন। এক্ষেত্রে তাদের কোন ভাড়া পরিশোধ করতে হবে না। মেলায় অধিক সংখ্যক সেবা বুথ ছাড়াও থাকছে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য থাকছে আলাদা বুথ। আয়োজকদের প্রত্যাশা- এবারের মেলা হয়ে উঠবে কর শিক্ষণ ফোরাম। মেলায় এসে শিক্ষার্থীরাও জানতে পারবে কর সম্পর্কিত নানা তথ্য। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া এই মেলা শেষ হবে ৭ নবেম্বর। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর’র নিজস্ব ভবনে আয়কর মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ নজিবুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেলার প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান এমপি ও এফবিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহম্মেদ। সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, আয়কর মেলা এনবিআর’র অন্যতম উদ্ভাবনী। সারাদেশের সাধারণ করদাতাদের মধ্যে এই মেলা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। পূর্ববর্তী সময়ে সেপ্টেম্বরে মেলা অনুষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার সঙ্গে সম্পর্ক রেখে নবেম্বরে মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এবারের মেলা অগ্রযাত্রার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। সাধারণ জনগণের করের টাকায় নির্মাণাধীন ভবনেই আয়কর মেলা হচ্ছে। মেলায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি, অনলাইনে আয়কর জমা ও বিবরণী দাখিল করা যাবে। ট্যাক্স রিটার্ন জমা দেয়ার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে চলছি। তিনি আরও বলেন, সেরা করদাতা হিসেবে বিশজনের পরিবর্তে এখন থেকে ১২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ট্যাক্স কার্ড দেয়া হবে। ভবিষ্যতে ট্যাক্স কার্ডের সংখ্যা আরও বাড়বে। পূববর্তী বছরের ৩০০ কর দাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের নাম প্রচারিত হলে মানুষ কর প্রদানের প্রতি আরও উদ্বুদ্ধ হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের মেলা প্রাঙ্গণ কর শিক্ষা ফোরামে পরিণত হবে। এটিকে কর সম্পর্কে সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থাপনা হিসেবে দেখছি। এখানে প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকছে। সম্ভাবনাময় করদাতাদের মেলার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। দেশে বর্তমানে রাজস্ব বান্ধব সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য অনেক, মেলার পরই জানা যাবে আমার কতটা সফল হয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী এ মেলা চলবে। জেলা শহরগুলোতে ৪ দিন, ২৯টি উপজেলায় ২ দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা ও ৫৭টি উপজেলায় ১ দিন ভ্রাম্যমাণ আয়কর মেরা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, ঢাকার আগারগাঁওয়ে নিজস্ব ভবনে প্রথমবারের মতো মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে- যেখানে রয়েছে বিস্তৃত পরিসরে ৬২ হাজার বর্গফুটের বেশি জায়গা। থাকছে করদাতাদের জন্য শাটল বাস সার্ভিস ও অধিক সংখ্যক সেবা বুথের ব্যবস্থা। মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য থাকবে পৃথক বুথ। এছাড়া শিশুদের জন্য রয়েছে কিডস জোন। মেলা পরিণত হবে কর শিক্ষণ ফোরামে। মেলায় আয়কর ছাড়াও শুল্ক বিভাগ, ভ্যাট বিভাগ, শুল্ক ও ভ্যাট আপীলত ট্রাইব্যুনাল, কর আপীলত ট্রাইব্যুনাল, বিএসএস (কর একাডেমি, বিএসএস (শুল্ক ও ভ্যাট) একাডেমি, সঞ্চয় অধিদফতর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে কোন তথ্য জানা যাবে।
×