ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শর্তভঙ্গের কারণে গ্রামীণফোনকে জরিমানা

প্রকাশিত: ০৫:২২, ১ নভেম্বর ২০১৬

শর্তভঙ্গের কারণে গ্রামীণফোনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ দেশের ‘গো ব্রডব্যান্ড’ ইন্টারনেট সেবা দেয়া মোবাইল অপারেটর গ্রামীণফোনকে চুক্তির শর্তভঙ্গের কারণে ৩০ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। বিটিআরসি জানিয়েছে, গ্রামীণফোন চুক্তির শর্ত না মেনে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে গ্রাহকদের গো ব্রডব্যান্ড সেবা দিয়ে আসছে। কিন্তু টুজি (দ্বিতীয় প্রজন্মের) ও থ্রিজি (তৃতীয় প্রজন্মের) লাইসেন্স নীতিমালা অনুযায়ী, মোবাইল অপারেটরগুলো কেবল মোবাইল ডিভাইস ও মডেমের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে পারবে। ফার্মগেটের খামারবাড়িতে ‘সবুজ ঢাকা’ গড়তে গাছের চারা রোপণ কর্মসূচী উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক -জনকণ্ঠ ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে ওসমানী উদ্যানসংলগ্ন স্থানে পাবলিক টয়লেট উদ্বোধন করেন সুইডিশ রাষ্ট্রদূত জোহানফিজেল -জনকণ্ঠ
×